Image

নবীর বীরত্বে বাংলাদেশকে চ্যালেঞ্জিং টার্গেট দিল আফগানিস্তান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 15 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
নবীর বীরত্বে বাংলাদেশকে চ্যালেঞ্জিং টার্গেট দিল আফগানিস্তান

নবীর বীরত্বে বাংলাদেশকে চ্যালেঞ্জিং টার্গেট দিল আফগানিস্তান

নবীর বীরত্বে বাংলাদেশকে চ্যালেঞ্জিং টার্গেট দিল আফগানিস্তান

আজ থেকে শুরু বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। টসে জিতে আগে ব্যাট করতে নেমে আফগানিস্তান স্কোরবোর্ডে জমা করেছে ২৩৫ রান। মোহাম্মদ নবী ৮৪ রানের ইনিংস খেলে দলের সংগ্রহ দুইশো ছাড়িয়ে নিয়ে যান। 

আফগানিস্তানকে নির্ধারিত ওভারের আগেই অলআউট করতে পেসাররা রাখেন বড় ভূমিকা। তাসকিন, মুস্তাফিজ দুজনেই শিকার করেন ৪টি করে উইকেট। 

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের ৩০০তম আন্তর্জাতিক ম্যাচে আগে ব্যাট করতে নামা আফগানিস্তান ইনিংসের দ্বিতীয় ওভারেই হারায় রহমানউল্লাহ গুরবাজকে। বাংলাদেশকে উইকেট উদযাপনের প্রথম মুহূর্ত এনে দেন তাসকিন আহমেদ। তিনে নামা রহমত শাহ রান করতে পারেন কেবল ২। মুস্তাফিজ নিজের প্রথম ওভার করতে এসেই রহমতের উইকেট শিকার করেন। 

ইমার্জিং এশিয়া কাপে পাঁচ ম্যাচের পাঁচটিতেই ফিফটি হাঁকিয়ে জাতীয় দলে সেদিকউল্লাহ অটলের ডাক। আফগান জার্সিতে অভিষেক রাঙাতে পারেননি ওপেনার সেদিকউল্লাহ। নিজের প্রথম ওভারে রহমত শাহকে বিদায় করা ফিজ পরের ওভার করতে এসে তুলে নিলেন জোড়া উইকেট। 

৫২ বলে ওয়ানডে ক্যারিয়ারের ১৭তম পঞ্চাশ ছুঁয়েছেন মোহাম্মদ নবী। পরের বলেই প্যাভিলিয়নে ফিরে যেতে পারতেন নবী, যদি না মাহমুদউল্লাহ রিয়াদ ক্যাচ মিস করতেন। নবীর পর ফিফটি পূর্ণ করেন অধিনায়ক হাশমতউল্লাহ শহীদিও। তবে ফিফটির অইর অবশ্য তাকে বেশিদূর এগোতে দেননি মুস্তাফিজুর রহমান। বোল্ড করে বাংলাদেশকে এনে দেন গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু, ভাঙেন ১০৪ রানের পার্টনারশিপ। 

Details Bottom