Image

অস্ট্রেলিয়ায় ট্রফি জিততে বাংলাদেশকে করতে হবে ১৭০

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
অস্ট্রেলিয়ায় ট্রফি জিততে বাংলাদেশকে করতে হবে ১৭০

অস্ট্রেলিয়ায় ট্রফি জিততে বাংলাদেশকে করতে হবে ১৭০

অস্ট্রেলিয়ায় ট্রফি জিততে বাংলাদেশকে করতে হবে ১৭০

কয়েক ঘণ্টার ব্যবধানে দুই সেমিফাইনালে বিজয়ী দল চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মুখোমুখি। ফাইনালে বাংলাদেশ এইচপি প্রতিপক্ষ হিসেবে পেল অ্যাডিলেড স্ট্রাইকার্সকে। আগে ব্যাট করা অ্যাডিলেড ২০ ওভারে সংগ্রহ করেছে ১৬৯ রান, হারিয়েছে ৭ উইকেট। সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারী রিপন মন্ডল ফাইনালেও পেয়েছেন ২ উইকেট। 

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে টসে জিতেন বাংলাদেশ এইচপির অধিনায়ক আকবর আলি। আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অ্যাডিলেড স্ট্রাইকার্সকে। ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার জ্যাক উইন্টারকে হারায় অ্যাডিলেড। রান-আউটের শিকার হয়ে বিদায় নেওয়া উইন্টার করতে পারেন কেবল ৪ রান। 

তিনে নামা টম ও'কনেল তখন আরেক ওপেনার হ্যারি ম্যাথিয়াসের সঙ্গী। এই দুইয়ের দৃঢ়তায় পাওয়ার প্লের ৬ ওভারে অ্যাডিলেড স্ট্রাইকার্সের স্কোরবোর্ডে ৩২ রান। এরপর ইনিংসের ১০তম ওভারে মাহফুজুর রহমান রাব্বি নিজের দ্বিতীয় ওভার করতে এসে বিদায় করেন ১৯ রানে থাকা ম্যাথিয়াসকে। 

ফিফটি হাঁকানো টম ও'কনেল এরপর আর বেশিদূর যেতে পারেননি। আফিফ হোসেন ধ্রুবর প্রথম ওভারেই হয়েছেন বোল্ড। ফেরার আগে ৩৩ বলে করেন ৫৩ রান। ইনিংসের পরের ওভারে রাকিবুল হাসান স্পিন ঘূর্ণিতে তুলে নেন হ্যারি মানেনটিরর উইকেট, ৬ বল খেলা হ্যারি ১ রানের বেশি পাননি। 

অধিনায়ক লিয়াম স্কট শুরু থেকে রূপ নেন মারমুখী। তবে রিপন মন্ডল স্কটের ঝড় বেশিক্ষণ রাখতে দেননি। তার ১৮ বলের ইনিংসে সমান দুই চার ও ছক্কায় রান আসে ৩০। দলীয় ১১৯ রানে পঞ্চম উইকেট হারানো অ্যাডিলেড স্ট্রাইকার্সকে এরপর পথ দেখান রায়ান কিং ও স্যাম রাহালে। এই দুইয়ের জুটির কল্যাণে ২০ ওভার শেষে অ্যাডিলেড স্ট্রাইকার্সের সংগ্রহ ৭ উইকেটে ১৬৯। শেষবেলায় ঝড় তুলে ১৯ বলে ৩৫ রানের ক্যামিও ইনিংস খেলেন রায়ান কিং। রাহালে অপরাজিত থাকেন ১৩ বলে ২০ রানে। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three