পরিত্যক্ত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

পরিত্যক্ত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
পরিত্যক্ত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
প্রকৃতিও বুঝে গেছে, এই ম্যাচটার কোনো মূল্য নেই। সান্ত্বনার জয়ের খোঁজে থাকা বাংলাদেশকে হতাশায় ডুবাল রাওয়ালপিন্ডির বৃষ্টি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ-পাকিস্তানের অর্থহীন ম্যাচটি বৃষ্টির কারণে হয়েছে পরিত্যক্ত। এতে অবশ্য স্বস্তিও আছে, হয়তো আরও একটি পরাজয়ের লজ্জা থেকে বাঁচল টাইগাররা। কোনো ম্যাচ না জিতেও ১ পয়েন্ট আর ৩ নম্বরে থেকে দেশে ফিরে আসবে বাংলাদেশ দল।
বৃষ্টির বাগড়া থামল না। রাওয়ালপিন্ডিতে বাদ পড়া দুই দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জিতল বৃষ্টি। পণ্ড হয়ে গেল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির 'এ' গ্রুপে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার ম্যাচ। বাংলাদেশের খেলোয়াড়রা অবশ্য আগেই জল ঢেলে দেয় আজকের ম্যাচের উত্তেজনার আগুনে। নিউজিল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে বাংলাদেশ যদি জিততে পারত, তাহলে আজ অনেক হিসাব-নিকাশের পালা থাকত।
বাংলাদেশ সময় বিকাল ৪ টা ৩০ মিনিটে অফিসিয়ালরা ম্যাচ পরিত্যক্তের ঘোষণা দেন। টানা বৃষ্টির কারণে হতে পারেনি টসও।
টানা দুই হারের ফলে পাকিস্তানকে সাথে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ হেরেও ১ পয়েন্ট সাথে নিয়ে দেশে ফিরবে বাংলাদেশ দল। প্রথমবারের মতো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই দুই দল মুখোমুখি হওয়ার সুযোগ তৈরি হলেও বৃষ্টি বাধায় তা আর হয়নি। ফলে বাংলাদেশ-পাকিস্তান দুই পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে। 'এ' গ্রুপের ৩ নম্বর দল হিসেবে টুর্নামেন্ট শেষ করল বাংলাদেশ।
দুই দলেরই সমান হার, তবে নেট রান রেটে এগিয়ে থাকার ফলে বাংলাদেশের অবস্থান তিন নম্বরে। বিপরীতে, তলানিতে থেকে ঘরের মাঠের টুর্নামেন্ট শেষ করল পাকিস্তান।