টনির প্রথম সেঞ্চুরি, হতাশা নিয়ে চা বিরতিতে বাংলাদেশ
টনির প্রথম সেঞ্চুরি, হতাশা নিয়ে চা বিরতিতে বাংলাদেশ
টনির প্রথম সেঞ্চুরি, হতাশা নিয়ে চা বিরতিতে বাংলাদেশ
চট্টগ্রাম টেস্টে দাপট দেখিয়ে প্রথম দুই সেশন শেষ করল দক্ষিণ আফ্রিকা। দিনের প্রথম সেশনে উইকেটের দেখা পেলেও চা বিরতি পর্যন্ত বাকি সময়ের পুরোটাই হতাশায় কাটিয়ে গেল বাংলাদেশের বোলাররা। সকালের শুরুতে মাহিদুল ইসলাম অঙ্কনের ক্যাচ মিসে বেঁচে যাওয়া ওপেনার টনি ডি জর্জি পেলেন টেস্ট ক্যারিয়ারে নিজের প্রথম সেঞ্চুরি। মার্করামের বিদায়ের পর তিনে নামা ট্রিস্টান স্টাবসও ফিফটি হাঁকিয়ে ছুটছেন প্রথম টেস্ট শতকের দিকে।
৬৯ রানে প্রথম উইকেট হারানোর পরও দক্ষিণ আফ্রিকা সাবলীল ক্রিকেট খেলেছে। দ্বিতীয় সেশনের পুরোটাই ছিল তাদের নিয়ন্ত্রণে। বাংলাদেশের বোলাররা প্রোটিয়া ব্যাটারদের কোনপ্রকার বিপদে ফেলতে পারেননি। তবে যা সুযোগ এসেছে উইকেটের পেছনে, যেখানে রীতিমতো ব্যর্থ হয়েছেন অভিষেক ম্যাচ খেলতে নামা মাহিদুল ইসলাম অঙ্কন।
১ উইকেটে ২০৫ রান নিয়ে টি ব্রেকে গেছে দক্ষিণ আফ্রিকা। ওভারপ্রতি রান উঠেছে ৩.৬৬। দিনের শুরুতেই ব্যক্তিগত ৬ রানে থাকাকালীন নতুন জীবন পাওয়া টনি ডি জর্জি সেঞ্চুরি হাঁকিয়ে ১০১ রানে ব্যাটিং করছেন। তাকে সঙ্গ দেওয়া ট্রিস্টান স্টাবসের রান ৬৫।
ইনিংসের ৫৫তম ওভারে মেহেদী হাসান মিরাজকে বাউন্ডারি হাঁকিয়ে ডি জর্জি ছুঁয়েছেন মেডেন টেস্ট সেঞ্চুরি। শতক হাঁকাতে জর্জিকে খেলতে ১৪৬ বল, ৮ বাউন্ডারির বিপরীতে ছক্কা মারেন দুইটি।