বাংলাদেশের ৬ উইকেট নিয়ে লাঞ্চে গেল দক্ষিণ আফ্রিকা
- 1
যাকে সরানো হলো ‘অযোগ্য’ বলে, পরামর্শ নিতে হলো ‘অপরিহার্য’ জেনে
- 2
বিসিবি নির্বাচন, ফিক্সিং ইঙ্গিত ও ক্রীড়া উপদেষ্টার ‘সীমিত হস্তক্ষেপ’: আড়ালের গল্প কী?
- 3
শাস্তি এড়াতে এশিয়া কাপে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত
- 4
নিজাকাতের প্রিয় খেলোয়াড় সাকিব, স্পিনেই বাজিমাত করতে চায় হংকং
- 5
চ্যাম্পিয়নশিপের স্বাদ পেতে চান, এশিয়া কাপে আশাবাদী লিটন দাস

বাংলাদেশের ৬ উইকেট নিয়ে লাঞ্চে গেল দক্ষিণ আফ্রিকা
বাংলাদেশের ৬ উইকেট নিয়ে লাঞ্চে গেল দক্ষিণ আফ্রিকা
টসে হেরে আগে বোলিংয়ের আমন্ত্রণ পাওয়া দক্ষিণ আফ্রিকা সকাল-সকাল পায় দারুণ শুরু। বিপরীতে, বাংলাদেশের উইকেট পতনের মিছিল শুরু। প্রায় দর্শকশূন্য গ্যালারি যেন আরও চুপসে যায় প্রথম ৬ ওভারের আগেই ৩ ব্যাটারের বিদায় দেখে। এরপর মুশফিক, লিটন আর মিরাজের দ্রুত বিদায়ে বাড়ল চাপ। মিরপুর টেস্টের প্রথম দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশের রান ৬ উইকেটে ৬০।
একের পর পর উইকেট হারিয়ে ২৬.১ ওভারে বাংলাদেশ করতে পারে ৬০ রান, আর তাতেই নেই ৬ উইকেট। শেষদিকে মিরাজের বিদায়ে মহাবিপদে বাংলাদেশ। ৮৬ বল খেলা ওপেনার মাহমুদুল হাসান জয় ১৬ রান নিয়ে অপরাজিত। লাঞ্চের পর তাকে সঙ্গ দিতে নামবেন অভিষিক্ত জাকের আলি অনিক।
দক্ষিণ আফ্রিকা দল উপমহাদেশে খেলা তাদের সবশেষ ১৩ টেস্টের একটিও জিততে পারেনি, তবে বাংলাদেশও টেস্ট ক্রিকেটে প্রোটিয়াদের কখনো হারাতে পারেনি। তবে এবার হোমে খেলা বলে অনেকটা আত্মবিশ্বাসী ছিল নাজমুল হোসেন শান্তর দল। এই গল্পের পুরোটাই বদলে যায় সকাল শুরুর কয়েক মিনিটের মধ্যে।
ইনিংসের দ্বিতীয় ওভারেই অহেতুক শট খেলতে গিয়ে সেকেন্ড স্লিপে এইডেন মার্করামের হাতে ক্যাচ হন সাদমান ইসলাম। অযচ আগের ইনিংসেই ভারতের বিপক্ষে ফিফটির দেখা পেয়েছিলেন এই ওপেনার। ওইয়ান মুল্ডার এদিন সাদমানকে দেন ডাকের স্বাদ। তিনে নামা মুমিনুল হক ৪ রান করতেই নিয়েছেন বিদায়। এবারও বোলার মুল্ডার, ক্যাচ অবশ্য গ্লাভসে লুফে নেন কাইল ভেরেইনে।
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দলকে স্বস্তি দেওয়ার বদলে আরও বিপাকে ফেলছেন চরমভাবে। এক মুল্ডারের তৃতীয় আঘাত, ৭ বল খেলা বাংলাদেশ ক্যাপ্টেন রান করেছেন সমান ৭। শান্তর বিদায়ের ধরনটা তাকেও করেছিল অবাক। গতকালই সংবাদ সম্মেলনে শান্ত বলে যান, 'কোন শট খেলতে হবে আপনাদের চেয়ে বেশি জানি'। এই তাহলে শট সিলেকশন নিয়ে শান্তর সেই বেশি জানা-শোনা।
টিকলেন না সবচেয়ে অভিজ্ঞ মুশফিকুর রহিমও। মুল্ডারের টানা ৩ উইকেট শিকারের পর অবশেষে উইকেট পেলেন কাগিসো রাবাদা। মুশফিকের স্টাম্প উপড়ে দিয়ে রাবাদা ছুঁয়েছেন টেস্টে ৩০০ উইকেটের মাইলফলক। মুশফিকের পর লিটন দাসকেও ফেরালেন রাবাদা। ১৩ বল খেলা লিটন ১ রানে হয়েছেন ট্রিস্টান স্টাবসের হাতে অবিশ্বাস্য এক ক্যাচ। মেহেদী হাসান মিরাজ ব্যক্তিগত ১৩ রানে ফিরলে লাঞ্চে যায় দুই দল। রিভিউ নিয়েও বাঁচাতে পারেননি লেগ বিফোরের উইকেট।