৫ ভেন্যুতে বাংলাদেশ-ভারতের ৫ ম্যাচ, সূচি চূড়ান্ত

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 সপ্তাহ আগে আপডেট: 1 সেকেন্ড আগে
৫ ভেন্যুতে বাংলাদেশ-ভারতের ৫ ম্যাচ, সূচি চূড়ান্ত

৫ ভেন্যুতে বাংলাদেশ-ভারতের ৫ ম্যাচ, সূচি চূড়ান্ত

৫ ভেন্যুতে বাংলাদেশ-ভারতের ৫ ম্যাচ, সূচি চূড়ান্ত

বিসিসিআই (দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া) আজ এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তাঁদের ২০২৪-২৫ ইন্টারন্যাশনাল হোম সিজনের সূচি প্রকাশ করেছে। ক্রিকেটে ঠাঁসা সূচির শুরু হবে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে। 

১৯ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর অব্দি ২ টেস্ট, ৩ টি টি-টোয়েন্টি খেলবে দুই দল। 

চেন্নাই ও কানপুরে হবে দুই টেস্ট। টি-টোয়েন্টির ভেন্যু ধরমশালা, দিল্লি ও হায়দ্রাবাদ। 

বাংলাদেশের ভারত সফরের সূচি- 

১ম টেস্ট- ১৯-২৩ সেপ্টেম্বর, চেন্নাই 
২য় টেস্ট- ২৭ সেপ্টেম্বর-১ অক্টোবর, কানপুর 

১ম টি-টোয়েন্টি- ৬ অক্টোবর, ধরমশালা 
২য় টি-টোয়েন্টি- ৯ অক্টোবর, দিল্লি
৩য় টি-টোয়েন্টি- ১২ অক্টোবর, হায়দ্রাবাদ। 

বাংলাদেশের বিপক্ষে সিরিজের পর নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ টি টেস্ট খেলবে ভারত। বেঙ্গালুরু, পুনে ও মুম্বাইয়ে হবে ৩ টেস্ট (১৬-২০ অক্টোবর, ২৪-২৮ অক্টোবর, ১-৫ নভেম্বর)। 

এরপর ইংল্যান্ড ভারত সফরে যাবে। ২২, ২৫, ২৮, ৩১ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারিতে খেলবে ৫ টি টি-টোয়েন্টি। ভেন্যু যথাক্রমে চেন্নাই, কোলকাতা, রাজকোট, পুনে ও মুম্বাই। এরপর নাগপুর, কুটাক ও আহমেদাবাদে ৬, ৯ ও ১২ ফেব্রুয়ারি দুই দল খেলবে ৩ ওয়ানডে।