Image

পাকিস্তান সফর শেষ জয়ের, থাকবেন বিশ্রামে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 বছর আগেআপডেট: 4 ঘন্টা আগে
পাকিস্তান সফর শেষ জয়ের, থাকবেন বিশ্রামে

পাকিস্তান সফর শেষ জয়ের, থাকবেন বিশ্রামে

পাকিস্তান সফর শেষ জয়ের, থাকবেন বিশ্রামে

ইনজুরিতে বাংলাদেশের ওপেনার মাহমুদুল হাসান জয়। প্রস্তুতি ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে ইনজুরিতে পড়েন, আর তাতেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলা নিয়ে শঙ্কায়। কুঁচকির চোটে প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে এই ওপেনারকে।

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে বাংলাদেশ ধাক্কা খেয়েছে। নিয়মিত ওপেনার মাহমুদুল হাসান জয় কুঁচকির ইনজুরির কারণে বাদ পড়েছেন। জয়ের বদলি হিসেবে এখনো কোনো ঘোষণা দেয়নি বিসিবি।

মাহমুদুল হাসান জয় এই সপ্তাহের শুরুতে পাকিস্তান 'এ' দলের বিপক্ষে ৬৫ রানের ইনিংস খেলেন। কিন্তু জাতীয় দলের সিরিজ শুরুর আগেই পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট আশা করছে, চোট সারতে প্রায় তিন সপ্তাহ সময় লাগবে। 

শুধু রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট থেকেই বাদ নয়, করাচিতে ৩০ আগস্ট থেকে শুরু হওয়া দ্বিতীয় টেস্টেও পাওয়া যাবে না মাহমুদুল হাসান জয়কে। বাংলাদেশের শেষ পাঁচটি টেস্টের প্রতিটিতে মাহমুদুল হাসান জয় এবং জাকির হাসান ওপেন করেছেন। জয়কে পাওয়া না গেলে সাদমান ইসলামের জায়গা নেওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশের ১৬ সদস্যের স্কোয়াড ১৪ থেকে ১৬ আগস্ট লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন সেশন সম্পন্ন করেছে। তিন দিনের অনুশীলন সেশন শেষ করে লাহোর থেকে গতকাল ১৭ আগস্ট পুরো দল ইসলামাবাদে এসে পৌঁছেছে। 

এদিকে, উইকেট-রক্ষক ব্যাটার মুশফিকুর রহিম জানিয়েছেন প্রথম টেস্টের আগে আঙুলের চোট থেকে সেরে উঠতে আশাবাদী তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রকাশিত এক বিবৃতিতে মুশফিক বলেন, 'দ্বিতীয় ইনিংসে (ব্যাট করতে যাওয়ার আগে) আমার আঙুলে চোট পেয়েছিলাম তাই আমি ব্যাট করিনি। আশা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব এবং ইনশাআল্লাহ প্রথম টেস্টে খেলব।' 

Details Bottom
Details ad One
Details Two
Details Three