Image

লিটন, নাহিদ রানার বিকল্প খুঁজতে আবার বসে পিএসএল ড্রাফট

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
লিটন, নাহিদ রানার বিকল্প খুঁজতে আবার বসে পিএসএল ড্রাফট

লিটন, নাহিদ রানার বিকল্প খুঁজতে আবার বসে পিএসএল ড্রাফট

লিটন, নাহিদ রানার বিকল্প খুঁজতে আবার বসে পিএসএল ড্রাফট

পাকিস্তান সুপার লিগে দল পেলেও খেলা নিয়ে অনিশ্চয়তার পড়েছে নাহিদ রানা ও লিটন দাস। পুরো টুর্নামেন্টের জন্য বিসিবির অনাপত্তিপত্র না মেলায় কিছু ম্যাচের জন্য তাদের বিকল্প খুঁজছে পিএসএল কতৃপক্ষ। 

রবিবার এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, অনলাইনে প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে সোমবার বাংলাদেশের লিটন দাস ও নাহিদ রানা সহ ৬ ক্রিকেটারের বদলি খেলোয়াড় নেবে পিএসএলের দলগুলো।

ড্রাফট থেকে বাংলাদেশের ৩ ক্রিকেটার লিটনকে নেয় করাচি কিংস, পেশাওয়ার জালমি নেয় নাহিদকে এবং লাহোর কালান্দার্সে ডাক পান রিশাদ হোসেন। আগামী ১১ এপ্রিল পিএসএল শুরু হবে অন্যদিকে একই সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশের জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ।

পিএসএলে খেলার জন্য ক্রিকেটাররা অনাপত্তিপত্রের আবেদন করলেও টেস্ট সিরিজকে সামনে রেখে তাদের অনাপত্তিপত্রের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিসিবি। লিটন ও নাহিদ টেস্ট সিরিজের বিবেচনায় থাকায় তারা হয়তো পুরো পিএসএলের জন্য অনাপত্তিপত্র পাবেন না অন্যদিকে রিশাদের টেস্ট অভিষেক না হওয়ায় পিএসএল খেলতে কোনো সমস্যা নেই। বিসিবি সূত্রে জানা গেছে, জিম্বাবুয়ে সিরিজের অন্তত একটি ম্যাচ খেলতে হবে লিটন, নাহিদের। এরপর পিএসএলে যেতে পারবেন তারা।

 অনলাইন প্লেয়ার্স ড্রাফটে দক্ষিণ আফ্রিকার ভ্যান ডান ডাসেন এবং নিউ জিল্যন্ডের কেন উইলিয়ামসন ও মার্ক চ্যাপম্যানের জন্য কয়েক ম্যাচের বদলি ক্রিকেটার নেওয়া হবে। এবং আইপিএলে সুযোগ পাওয়া করবিন বশের জন্য পুরো সিজনের বলদি খেলোয়াড় নেয়া হবে।

Details Bottom