বাবা ও ছেলে একসঙ্গে জাতীয় দলে খেলার স্বপ্ন মোহাম্মদ নবীর

বাবা ও ছেলে একসঙ্গে জাতীয় দলে খেলার স্বপ্ন মোহাম্মদ নবীর
বাবা ও ছেলে একসঙ্গে জাতীয় দলে খেলার স্বপ্ন মোহাম্মদ নবীর
মোহাম্মদ নবীর জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকলেও ছেলের সঙ্গে খেলার স্বপ্ন তাকে এখনো ক্রিকেট খেলার আশা জাগিয়ে রেখেছে। ৪০ বছর বয়সেও তিনি ফিট এবং পারফর্ম করছেন, যা অনেকের জন্যই অনুপ্রেরণাদায়ক।
ছেলে হাসান ইশাখিলের সঙ্গে জাতীয় দলে খেলার ইচ্ছা প্রকাশ করে নবী বুঝিয়ে দিয়েছেন, তিনি এখনই ক্রিকেটকে পুরোপুরি বিদায় বলতে চান না। হাসান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আফগানিস্তানের হয়ে ভালো করেছেন, এবং নবী মনে করেন, কঠোর পরিশ্রম করলে সে শীর্ষ পর্যায়ের ক্রিকেটার হতে পারবে।
ছেলের সঙ্গে খেলা প্রসঙ্গে নবী বলেন, "এটা আমার স্বপ্ন। আশা করি, আমরা এটা সত্যি করতে পারব। হাসান খুব ভালো করছে…সে খুব পরিশ্রমী, আমিও তাকে পরিশ্রম করতে বলি।"
তিনি আরো বলেন,"আমি চাই সে নিজে তার লক্ষ্য ঠিক করুক। যদি সে শীর্ষ পর্যায়ের ক্রিকেটার হতে চায়, ৫০–৬০ রান যথেষ্ট নয়, আপনাকে এক শর বেশি রান করতে হবে। সে আমার কথা শুনে ও নিজেকে সব সময় এগিয়ে নিতে চায়। যখন আমার সঙ্গে কথা বলে, আমি তাকে ম্যাচের জন্য আত্মবিশ্বাস দেবে এমন পরামর্শ দিই।"
নবীর অবসর নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত না থাকলেও চ্যাম্পিয়নস ট্রফির পর তিনি ওয়ানডে কম খেলতে পারেন। তবে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তাঁকে দেখা যেতে পারে, যদি ফিটনেস ধরে রাখতে পারেন।
তিনি বলেন, "এটা হয়তো আমার শেষ আন্তর্জাতিক ওয়ানডে নয়। হয়তো কম ওয়ানডে খেলব ও তরুণদের সুযোগ করে দেব। আমি সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছি, হয়তো হাই–লেভেল ম্যাচগুলো খেলব, দেখা যাক। আমার ফিটনেসের ওপরই নির্ভর করবে।"
বিপিএল প্রসঙ্গে নবী বলেন, "বিপিএল জেতা আমাকে আরও বেশি আত্মবিশ্বাস দিয়েছে। কঠিন একটা অবস্থা থেকে আমরা ফাইনালে গিয়েছি। আমরা খুবই ভালো করেছি এই টুর্নামেন্টে, ব্যাট ও বলে আমার পারফরম্যান্সও ভালো ছিল।"