Image

ইংল্যান্ডে শেষ টেস্টে আবার বাদ বুমরাহ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 সপ্তাহ আগেআপডেট: 3 ঘন্টা আগে
ইংল্যান্ডে শেষ টেস্টে আবার বাদ বুমরাহ

ইংল্যান্ডে শেষ টেস্টে আবার বাদ বুমরাহ

ইংল্যান্ডে শেষ টেস্টে আবার বাদ বুমরাহ

ইংল্যান্ডে টেস্ট সিরিজ সমতা ফেরানোর জন্য আর একটা ম্যাচ রয়েছে ভারতের সামনে। শেষ ম্যাচটা জিতলে সিরিজ সমতা ফেরাতে পারবে আর ড্র বা হারলে সিরিজ হেরে ফিরতে হবে। এমন পরিস্থিতিতে দুঃসংবাদ টিম ইন্ডিয়ায়। দ্য ওভাল টেস্টে খেলবেন না জাসপ্রীত বুমরাহ। 

এবারের ইংল্যান্ড সফরে জাসপ্রীত বুমরাহকে আর না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মরণ বাঁচন ম্যাচে বুমরাহকে না পাওয়া নিঃসন্দেহে ভারতের জন্য বড় এক ধাক্কা। তবে তিনি না খেললেও, তাঁর জায়গায় ফিরতে পারেন আকাশ দীপ। দ্য ওভালে টেস্ট দিয়ে আবার অ্যাকশনে ফিরছেন ২৬ বছর বয়সী এই পেসার। 

ওভালে পঞ্চম টেস্টে খেলবেন না জাসপ্রীত বুমরাহ। সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মেডিক্যাল টিম বুমরাহকে জানানো হয়েছে পিঠের কথা ভেবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘকালীন সময়ের কথা ভেবেই বুমরাহকে ওভালে না খেলার পরামর্শ দেওয়া হয়েছে। 

হেডিংলেতে প্রথম টেস্টে খেলেন বুমরাহ। দ্বিতীয় টেস্টে তাঁকে বিশ্রাম দেওয়া হয়। লর্ডসে তৃতীয় টেস্টে খেলেন। ম্যানচেস্টারে চতুর্থ টেস্টেও খেলেন বুমরাহ। অর্থাৎ ইতিমধ্যে তিনটি টেস্টে খেলে ফেলেছেন তারকা ভারতীয় পেসার। 

সবকিছু ঠিকঠাক থাকলে চোট সারিয়ে ওভালে ফিরে আসবেন আকাশ দীপ। যিনি এজবাস্টন টেস্টে ভারতের জয়ের অন্যতম নায়ক। তারপর লর্ডসে তেমন সাফল্য না পেলেও ওভালের পিচে আকাশ দীপ বাড়তি সাহায্য পেতে পারেন।  

Details Bottom
Details ad One
Details Two
Details Three