আইপিএলে জরিমানা গুনলেন ইশান্ত শর্মা

আইপিএলে জরিমানা গুনলেন ইশান্ত শর্মা
আইপিএলে জরিমানা গুনলেন ইশান্ত শর্মা
গুজরাট টাইটান্স বোলার ইশান্ত শর্মা আইপিএলের কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করার জন্য ২৫% ম্যাচ ফি জরিমানা এবং ১টি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে গত রবিবারের ম্যাচে এই শাস্তি দেয়া হয় তাকে।
আইপিএল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয় যে, ইশান্ত শর্মা 'ক্রিকেট সরঞ্জাম বা পোশাক, মাঠের সরঞ্জাম অথবা স্থাপনাগুলির প্রতি অবমাননা' সংক্রান্ত আর্টিকেল ২.২ ভঙ্গ করেছেন। এটি একটি লেভেল ১ অপরাধ ছিল, যা ইশান্ত শর্মা মেনে নিয়ে ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথের সিদ্ধান্ত মেনে নিয়েছেন।
এই ম্যাচে ইশান্ত শর্মা ৪ ওভার বল করে ৫৩ রান দেন এবং কোনো উইকেটের দেখাও পাননি। ১৩ ওভার পরে তাকে বদলি হিসেবে শেরফেন রাদারফোর্ডের বদলে মাঠে নামানো হয়।
এছাড়া এবারের আইপিএলে ইশান্ত শর্মার পারফরম্যান্স বেশ খারাপ যাচ্ছে। তিনটি ম্যাচে তিনি মোট ৮ ওভারে ১০৭ রান দিয়েছেন এবং মাত্র ১টি উইকেট নিয়েছেন।
তবে গুজরাট টাইটান্স তাদের তৃতীয় জয় পেয়েছে। যাতে করে তারা পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছে। প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে হারার পর এখন তারা ৪ ম্যাচে ৩টি জয় পেয়েছে।