Image

৭ দিনের জন্য শ্রীলঙ্কার পাওয়ার-হিটিং কোচ জুলিয়ান উড

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 মাস আগেআপডেট: 1 ঘন্টা আগে
৭ দিনের জন্য শ্রীলঙ্কার পাওয়ার-হিটিং কোচ জুলিয়ান উড

৭ দিনের জন্য শ্রীলঙ্কার পাওয়ার-হিটিং কোচ জুলিয়ান উড

৭ দিনের জন্য শ্রীলঙ্কার পাওয়ার-হিটিং কোচ জুলিয়ান উড

শ্রীলঙ্কা ক্রিকেট জাতীয় দলের পুরুষ ও নারী খেলোয়াড়দের মারকুটে ব্যাটিং দক্ষতা বাড়াতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে। আগামী ৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত এক সপ্তাহের জন্য শ্রীলঙ্কায় আসছেন বিশ্ববিখ্যাত পাওয়ার-হিটিং বিশেষজ্ঞ জুলিয়ান উড।

এই সময়ে তিনি জাতীয় দলের কোচদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন, ব্যাটারদের হিটিং টেকনিক উন্নত করার পাশাপাশি সামগ্রিক পাওয়ার গেমে পারদর্শিতা বাড়াতে।

উডের উদ্ভাবিত "Power Hitting Program" ক্রিকেটীয় কৌশল, আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি ও বায়োমেকানিক্সকে একত্র করে গড়ে তোলা। যার মাধ্যমে ব্যাটারদের স্ট্রাইকিং সক্ষমতা বহুগুণে বাড়ানো সম্ভব।

জুলিয়ান উড এর আগে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি), গ্লস্টারশায়ার, হ্যাম্পশায়ার, মিডলসেক্স কাউন্টি ক্লাব এবং আইপিএল ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংসের সঙ্গে কাজ করেছেন।

এই উদ্যোগ শ্রীলঙ্কা ক্রিকেটের একটি বড় পরিকল্পনার অংশ। যার লক্ষ্য আসন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোর জন্য প্রস্তুতি নেওয়া। এর মধ্যে রয়েছে আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ, আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ, এশিয়া কাপ এবং আরও কিছু আন্তর্জাতিক মিশন।

Details Bottom
Details ad One
Details Two
Details Three