Image

নিউজিল্যান্ড সিরিজের দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে মুস্তাফিজকে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
নিউজিল্যান্ড সিরিজের দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে মুস্তাফিজকে

নিউজিল্যান্ড সিরিজের দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে মুস্তাফিজকে

নিউজিল্যান্ড সিরিজের দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে মুস্তাফিজকে

সামনে বাংলাদেশ জাতীয় দলের পাকিস্তান সফর। এর আগে ‘এ’ দলে খেলানোর চেয়ে মুস্তাফিজুর রহমানকে জাতীয় দলের ক্যাম্পে রাখা উপযুক্ত মনে করছেন নির্বাচকরা। যার ফলে, আসন্ন নিউজিল্যান্ডের বিরুদ্ধে 'এ' দলের সিরিজে নেই মুস্তাফিজ, তার বদলে খালেদ আহমেদকে দলে যুক্ত করল বিসিবি। 

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ 'এ' দল এখন সিলেটে। তবে প্রথমে ডাক পেলেও দলের সাথে সিলেট যাননি মুস্তাফিজুর রহমান। এবার জানা গেল তার না থাকার কারণ, পারিপার্শ্বিকতা বিবেচনায় স্কোয়াড সরিয়ে নেওয়া হয়েছে ফিজের নাম। 

মুস্তাফিজের জায়গায় সুযোগ পেয়েছেন আরেক পেসার সৈয়দ খালেদ আহমেদ। এরমধ্যে সিলেটে দলের সাথে যুক্তও হয়েছেন খালেদ। মুস্তাফিজ আছেন ছুটিতে, জাতীয় দলের ক্যাম্প শুরু হলে মুস্তাফিজকে দেখা যাবে অনুশীলনে। এই মাসেই পাকিস্তানে গিয়ে পাঁচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

ওয়ানডে ফরম্যাটের খেলাগুলো ৫, ৭ এবং ১০ মে সিলেটে অনুষ্ঠিত হবে। এরপর ১৪-১৭ মে একই ভেন্যুতে প্রথম চার দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ২১-২৪ মে ঢাকার মাঠে গড়াবে দ্বিতীয় ম্যাচটি।

বাংলাদেশ 'এ' দল (১ম ও দ্বিতীয় ওয়ানডে)

পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ, এনামুল হক বিজয়, মাহিদুল ইসলাম অংকন, সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরী, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, শামীম হোসেন পাটোয়ারি, তানভীর ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, রেজাউর রহমান রাজা ও খালেদ আহমেদ।

Details Bottom
Details ad One
Details Two
Details Three