Image

ইসলামাবাদে আগে ব্যাটিংয়ে বিজয়রা, একাদশে তাসকিন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 বছর আগেআপডেট: 1 ঘন্টা আগে
ইসলামাবাদে আগে ব্যাটিংয়ে বিজয়রা, একাদশে তাসকিন

ইসলামাবাদে আগে ব্যাটিংয়ে বিজয়রা, একাদশে তাসকিন

ইসলামাবাদে আগে ব্যাটিংয়ে বিজয়রা, একাদশে তাসকিন

ইসলামাবাদে বৃষ্টির তীব্রতায় প্রথম দুই দিনে মাঠের খেলা তো দূরে থাক, টসই মাঠে গড়ায়নি। পাকিস্তান শাহীনস ও বাংলাদেশ 'এ' দলের ২য় চারদিনের ম্যাচে অবশেষে শুরু হয়েছে ৩য় দিনে এসে। 

টসে জিতে আগে বাংলাদেশ 'এ' দলকে ব্যাটিংয়ে পাঠিয়েছে পাকিস্তান শাহীনস অধিনায়ক কামরান গুলাম। বাংলাদেশ 'এ' দলের একাদশে আছেন তাসকিন আহমেদ। 

আবহাওয়া অনুকূলে থাকলে আজ খেলা হবার কথা ৯৮ ওভার। 

বাংলাদেশ 'এ' দলের একাদশ- 

এনামুল হক বিজয় (অধিনায়ক), মোহাম্মদ নাইম শেখ, মোহাম্মদ সাইফ হাসান, শাহাদাত হোসেন দিপু, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), জাকের আলি অনিক, হাসান মুরাদ, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, রুয়েল মিয়া, তাওহীদ হৃদয়। 

পাকিস্তান শাহীনস একাদশ- 

ইমাম উল হক, আলি জয়রাব আসিফ, শারুন সিরাজ, কামরান গুলাম (অধিনায়ক), কাসিম আকরাম, সাদ খান, সাদ বেগ (উইকেটরক্ষক), মেহরান মুমতাজ, নিয়াজ খান, আবরার আহমেদ, গুলাম মুদাসসির।   

পাকিস্তান শাহীনসের বিপক্ষে ২ টি চার দিনের ম্যাচ খেলছে বাংলাদেশ 'এ' দল। প্রথম চার দিনের ম্যাচ হয়েছে ড্র। তবে সেখানেও চারদিনের একদিন বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three