সাকিবের সর্বনাশে হাসানের পৌষ মাস
- 1
যাকে সরানো হলো ‘অযোগ্য’ বলে, পরামর্শ নিতে হলো ‘অপরিহার্য’ জেনে
- 2
বিসিবি নির্বাচন, ফিক্সিং ইঙ্গিত ও ক্রীড়া উপদেষ্টার ‘সীমিত হস্তক্ষেপ’: আড়ালের গল্প কী?
- 3
শাস্তি এড়াতে এশিয়া কাপে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত
- 4
নিজাকাতের প্রিয় খেলোয়াড় সাকিব, স্পিনেই বাজিমাত করতে চায় হংকং
- 5
চ্যাম্পিয়নশিপের স্বাদ পেতে চান, এশিয়া কাপে আশাবাদী লিটন দাস

সাকিবের সর্বনাশে হাসানের পৌষ মাস
সাকিবের সর্বনাশে হাসানের পৌষ মাস
হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে শ্রীলঙ্কা সিরিজের শেষ ওয়ানডে থেকে ছিটকে গেলেন পেসার তানজিম হাসান সাকিব। তার জায়গায় দলে ঢুকলেন হাসান মাহমুদ। তবে বিকিএসপিতে এই সময়ে ডিপিএল ম্যাচ খেলা হাসান মাহমুদ রাতের ফ্লাইটে আসবেন চট্টগ্রামে। কাল সকাল ১০ টায় বাংলাদেশ-শ্রীলঙ্কার শেষ ওয়ানডে।
কাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ। ১-১ সমতায় থাকা সিরিজে যে জিতবে তাদের হাতেই ওঠবে ট্রফি।
এর আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ, চোটের কারণে শেষ ম্যাচ খেলা হচ্ছে না তানজিম হাসান সাকিবের। সিরিজের প্রথম ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া সাকিবকে শেষ ম্যাচে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এরমাঝেই বিসিবি ঘোষণা করল, ডিপিএলে প্রাইম ব্যাংকের হয়ে ম্যাচ খেলতে থাকা হাসান মাহমুদ ঢুকলেন তৃতীয় ওয়ানডের দলে।
পেসার তানজিম হাসান সাকিব ইনজুরির কারণে আগামীকাল চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে থেকে ছিটকে গেছেন। জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান বলেছেন, 'তানজিম তার ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথা এবং অস্বস্তি অনুভব করছেন। আজকে অনুশীলনে সে ভালো বোধ করেননি এবং আগামীকাল খেলার জন্য ফিটও নয়।'
চলমান ডিপিএল ম্যাচ শেষে হাসান মাহমুদ ধরবেন চট্টগ্রামের বিমান। রাতে চট্টগ্রামে পৌঁছে সকালে নেমে যেতে পারেন ম্যাচ খেলতেও।