Image

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 বছর আগেআপডেট: 1 সেকেন্ড আগে
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ভেজা আউটফিল্ডের কারণে বাংলাদেশ পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট শুরু হতে দেরি। অবশেষে হয়েছে টস। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সিদ্ধান্ত জানান, আগে বোলিং করার। সবকিছু ঠিক থাকলে বিকাল সাড়ে ৩টায় রাওয়ালপিন্ডিতে গড়াবে টেস্টের প্রথম বল। পাকিস্তানের সেরা একাদশে চারজন পেসার। বিপরীতে তিন পেসার নিয়ে আক্রমণে বাংলাদেশ। খেলছেন দুই অভিজ্ঞ সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। 

রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনের প্রায় দুই সেশন বৃষ্টির কারণে নষ্ট হয়েছে। আজকের দিনের বাকি অংশে খেলা হবে ৪৮ ওভার। চা বিরতি শুরু হবে বিকাল ৫:২০ মিনিটে। শেষ সেশনের খেলা শুরু হবে বিকাল ৫:৪০ মিনিটে এবং চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। ৪৮ ওভার শেষ করার জন্য খেলা ৩০ মিনিট পর্যন্ত বাড়ানো হবে।

কোন স্পিনার খেলাচ্ছে না পাকিস্তান। উইকেট কেমন হবে তাতে পরিস্কার। বোলিং আক্রমণ পুরোপুরি পেসনির্ভর। রাওয়ালপিন্ডিতে শান মাসুদের নেতৃত্বে চার পেসার নিয়ে মাঠে নামবে স্বাগতিক দল। পেস বান্ধব উইকেট হলেও সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের স্পিনে ভরসা বাংলাদেশের। সেরা একাদশে রাখা হয়েছে তিন পেসারকে। শরিফুল ইসলামের সঙ্গী দুই তরুণ হাসান মাহমুদ ও নাহিদ রানা।

ওপেনার মাহমুদুল হাসান জয় কুঁচকির চোটে এই টেস্টে আগেই ছিটকে গেছেন। তার বদলে একাদশে সাদমান ইসলাম। জাকির হাসানের সঙ্গে ইনিংস ওপেন করবেন তিনি। বাঁহাতি এই ওপেনার সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২২ সালের মার্চে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সাদমানের প্রত্যাবর্তনের সঙ্গে ফিরলেন মুশফিকুর রহিমও। যিনি মিস করেছেন সবশেষ শ্রীলঙ্কা সিরিজ। 

বাংলাদেশ একাদশ:জাকির হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা।

পাকিস্তান একাদশ:শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), সাইম আইয়ুব, আবদুল্লাহ শফিক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আগা, খুররম শেহজাদ, মোহাম্মদ আলী, নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদি।

Details Bottom
Details ad One
Details Two
Details Three