Image

অস্ট্রেলিয়ায় ফিফটি করেই যেনো কাজ শেষ জয়দের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 বছর আগেআপডেট: 1 সেকেন্ড আগে
অস্ট্রেলিয়ায় ফিফটি করেই যেনো কাজ শেষ জয়দের

অস্ট্রেলিয়ায় ফিফটি করেই যেনো কাজ শেষ জয়দের

অস্ট্রেলিয়ায় ফিফটি করেই যেনো কাজ শেষ জয়দের

অস্ট্রেলিয়ায় পাকিস্তান শাহীনসের বিপক্ষে প্রথম ৪ দিনের ম্যাচে ১৪৮ রানের পরাজয় সঙ্গী হয়েছিল বাংলাদেশ এইচপি (হাই পারফরম্যান্স) দলের। আজ (২৬ জুলাই) একই প্রতিপক্ষের বিপক্ষে ২য় ৪ দিনের ম্যাচে মাঠে নেমেছে মাহমুদুল হাসান জয়ের নেতৃত্বাধীন দল।

ডারউইনের ডিএক্সসি অ্যারেনায় টসে হেরে আগে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ এইচপি দল। 

এদিন ওপেনার সাদমান ইসলাম অনিক ৪ রানের বেশি করতে পারেননি। কাশিফ আলির বলে ক্যাচ দেন ওমের ইউসুফকে। অপর ওপেনার পারভেজ হোসেন ইমন অবশ্য ৩০ রান করে। খুররাম শেহজাদের বলে শাহিবজাদা ফারহানের হাতে ক্যাচ দেওয়া ইমন খেলেন ৭৫ বল। 

চারে নামা অমিত হাসান (৭) ও পাঁচে নামা শাহাদাত হোসেন দিপু (১) দ্রুত ফিরলেও তিনে নামা অধিনায়ক মাহমুদুল হাসান জয় দলকে এগিয়ে নিচ্ছিলেন। ছয় নম্বরে নামা আইচ মোল্লাকে নিয়ে ৫ম উইকেটে ৫৪ রানের জুটি গড়েন জয়। 

তবে ফিফটি পূর্ণ করার পর বেশিক্ষণ টেকেননি কেউই। ৯০ বলে ৮ চার ও ১ ছয়ে ৬৯ রান করে আউট হন জয়। ৮০ বলে ৭ চারে ৫৫ রান করে ফেরেন আইচ মোল্লা। 

১ম ম্যাচেও ফিফটির দেখা পেয়েছিলেন আইচ মোল্লা, অমিত হাসান, পারভেজ হোসেন ইমন, সাদমান ইসলাম অনিকরা। তবে কেউই তিন অঙ্কের দেখা পাননি। পক্ষান্তরে পাকিস্তান শাহীনসের ব্যাটাররা সেঞ্চুরি তো বটেই, পেয়েছেন ডাবল সেঞ্চুরিও। 

বড় দৈর্ঘ্যের ম্যাচে জয় পেতে প্রতিপক্ষের ২০ উইকেট তুলে নেবার সাথে ব্যাটারদের বড় রান করা জরুরি। বাংলাদেশের ব্যাটাররা বড় রান পেতে ব্যর্থ হচ্ছেন বারবার, ফিফটি করলেই যেনো কাজ শেষ।  

Details Bottom
Details ad One
Details Two
Details Three