Image

ইসলামাবাদে ২ দিনেও হলনা টস, বৃষ্টির বাগড়া চলছেই

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 বছর আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ইসলামাবাদে ২ দিনেও হলনা টস, বৃষ্টির বাগড়া চলছেই

ইসলামাবাদে ২ দিনেও হলনা টস, বৃষ্টির বাগড়া চলছেই

ইসলামাবাদে ২ দিনেও হলনা টস, বৃষ্টির বাগড়া চলছেই

বৃষ্টির বাগড়া এবং ভেজা আউটফিল্ডের কারণে মাঠে গড়ায়নি বাংলাদেশ 'এ' দলের দ্বিতীয় চার দিনের ম্যাচের ২য় দিনের খেলা। ইসলামাবাদে পাকিস্তান শাহীনসের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের চারদিনের ম্যাচ খেলার কথা থাকলেও প্রথম দুদিনের একদিনও খেলা শুরু করা সম্ভব হয়নি। একারণে প্রথম দিনের মত দ্বিতীয় দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠিত হয়নি টসও। 

চা বিরতির পর এবং পরিত্যক্ত ঘোষণা করার আগে আম্পায়াররা ৩ বার মাঠ পরিদর্শন করেছেন। তবে আউটফিল্ড সন্তোষজনক না হওয়ায় টস করাও সম্ভব হয়নি।

পাকিস্তান শাহীনসের বিপক্ষে ২ টি চার দিনের ম্যাচ খেলছে বাংলাদেশ 'এ' দল। প্রথম চার দিনের ম্যাচ হয়েছে ড্র। তবে সেখানেও চারদিনের একদিন বৃষ্টির কারণে ম্যাচ গড়ায়নি।

ইসলামাবাদে দ্বিতীয় চার দিনের ম্যাচের বাকি আছে আর দুইদিন। সিরিজ নির্ধারনের জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ। তবে ইতোমধ্যেই বাংলাদেশ 'এ' দল থেকে বেশ কিছু খেলোয়াড় যোগ দিয়েছেন জাতীয় দলে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলার জন্য। এখন 'এ' দলের নেতৃত্ব দিচ্ছেন এনামুল হক বিজয়।

Details Bottom
Details ad One
Details Two
Details Three