Image

বাংলাদেশ সিরিজ দিয়ে মাঠে ফিরছেন শামি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 বছর আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশ সিরিজ দিয়ে মাঠে ফিরছেন শামি

বাংলাদেশ সিরিজ দিয়ে মাঠে ফিরছেন শামি

বাংলাদেশ সিরিজ দিয়ে মাঠে ফিরছেন শামি

ওয়ানডে বিশ্বকাপের পর থেকে চোটের কারণে মাঠের বাইরে মোহাম্মদ শামি। খেলতে পারেননি টি-টোয়েন্টি বিশ্বকাপেও। ভারতের আশা তারকা পেসার মোহাম্মদ শামি বাংলাদেশের বিপক্ষে টেস্টের জন্য প্রস্তুত হবেন। গোড়ালির অস্ত্রোপচারের পর এখনও আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি শামির। সেপ্টেম্বরে হোম মৌসুম শুরু হওয়ার সময় ভারত আশা করছে শামি ফিট হয়ে যাবে। 

গত নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপের পর থেকে ক্রিকেট থেকে দূরে মোহাম্মদ শামি। এরপর থেকে তিনি তার ফিটনেস ফিরে পেতে কঠোর পরিশ্রম করছেন। আশার কথা, সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে শুরু হওয়া ভারতের হোম মৌসুমে খেলতে প্রস্তুত হবেন তিনি।

নির্বাচকদের শামির অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয়েছে এবং তার ফিটনেস প্রমাণের জন্য অনন্তপুরে ৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দুলীপ ট্রফির অন্তত একটি ম্যাচ খেলা উচিত কিনা সে বিষয়ে সিদ্ধান্ত শীঘ্রই নেওয়া হবে।

শামি বর্তমানে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে পুনর্বাসনের শেষ পর্যায়ে রয়েছেন। অস্ত্রোপচারের পর গত মাসে প্রথমবারের মতো বোলিং শুরু করেছিলেন। চেন্নাইয়ে ১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে শুরু হওয়া প্রথম টেস্টটি তার প্রত্যাবর্তনের ম্যাচ হতে পারে। 

গত বছর আইসিসি ওয়ানডে বিশ্বকাপে খেলার সময়ই গোড়ালিতে চোট ছিল শামির। সেটা নিয়েই খেলেছেন। ব্যথা কমানোর ইঞ্জেকশন নিয়েছেন। তা নিয়েই সাতটি ম্যাচে ২৪টি উইকেট নেন শামি। যদিও ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে যায় ভারত।

Details Bottom
Details ad One
Details Two
Details Three