প্রথম সংবাদ সম্মেলনে যা জানালেন লিটন দাস

প্রথম সংবাদ সম্মেলনে যা জানালেন লিটন দাস
প্রথম সংবাদ সম্মেলনে যা জানালেন লিটন দাস
টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ ক্রিকেট দলের নতুন অধিনায়ক লিটন কুমার দাস। তবে অনেকদিন ধরেই ব্যাটে রান নেই এই ব্যাটারের। তাই অধিনায়কত্ব হতে পারে লিটনের জন্য বাড়তি চাপ। তবে এখনই চাপের কিছু দেখছেন না লিটন। তার মতে অধিনায়ক হওয়া কিংবা না হওয়ার সাথে পারফর্ম করার কোনো সম্পর্ক নেই।
অধিনায়কত্ব পেয়ে সোমবারই প্রথম গণমাধ্যমের মুখোমুখি হন লিটন দাস। সেখানে তিনি বলেন,
"চাপের কিছু নাই। আমি যেটা আগেও বললাম অধিনায়ক ছিলাম না তখনো পারফর্ম খারাপ করেছি। এখানে এমন না যে অধিনায়ক হলে আবার খারাপ হবে। এটা একটা বাড়তি সুবিধা হতেও পারে। যেহেতু একটা সুযোগ এসেছে—আমরা সবাই বিশ্বাস করি যে যারা ইতিবাচকভাবে চিন্তা করে তারা এক-দুদিন পরেও রেজাল্টটা আসে। আমি ওই জায়গায় আছি। চেষ্টা করব ইতিবাচকভাবে চিন্তা করার যেন রেজাল্টটা আমার দিকে নিয়ে আসতে পারি।"
অফ ফর্মে থাকা লিটন নেতৃত্ব পেয়ে আবারো ফর্মে ফিরতে পারেন এমন টাই বিশ্বাস এই ব্যাটারের, "অধিনায়কত্ব ছাড়া তো আমি খারাপ খেলেছি, এখন অধিনায়ক হয়ে আসতেছি—বিপরীত জিনিসও হতে পারে যে আসার পর থেকে ভালো খেলতেও পারি। আমি যেটা বললাম ইতিবাচক-নেতিবাচক দুইটা জিনিসই থাকবে কিন্তু ওইভাবে আমার রোল মডেল নেই যে যাকে আমি ফলো করব।"
ফর্মে ফিরতে চেষ্টার কোনো কমতি রাখেননি, সংবাদসম্মেলনে এমনটাই জানালেন লিটন, "আমি একটা খারাপ সময় পার করছিলাম যেখানে আমার ব্যাটে রান হচ্ছিল না। তারপরে কিন্তু আমি অনেক চেষ্টা করেছি বিপিএল, ডিপিএলেও অনেক চেষ্টা করেছি। একজন খেলোয়াড় হিসেবে আমি এটুকুই বলতে পারি যেকোনো খেলোয়াড়ই সর্বোচ্চ তার চেষ্টাটাই করতে পারে। কিছু কিছু সময় থাকে এমন যে আপনি অনেক চেষ্টা করেও হয়ত সাকসেস রেজাল্ট পাবেন না।"
লম্বা সময়ের জন্য অধিনায়কত্ব পাওয়াকে ইতিবাচক হিসাবে দেখছেন লিটন দাস, "স্বাভাবিক, এটা তো ইতিবাচকই। কারণ আপনি যখন একটা লম্বা সময়ের জন্য সুযোগ পাবেন আপনি অনেক কিছু চিন্তা করতে পারবেন। এখন দেখার বিষয় হচ্ছে এই সময়ের ভেতরে আমি আমার দলকে গুছিয়ে নিতে পারি। আমি অনেক আশাবাদী এটা নিয়ে যে লম্বা সময়ের একটা চিন্তা-ধারা থাকলে..। আমার হাতে যে খেলোয়াড়গুলো আছে ভালো কিছুই উপহার দিতে পারব।"