Image

বন্ধু মুশফিককে নিয়ে ফেসবুকে আবেগ দেখালেন দিমুথ করুণারত্নে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বন্ধু মুশফিককে নিয়ে ফেসবুকে আবেগ দেখালেন দিমুথ করুণারত্নে

বন্ধু মুশফিককে নিয়ে ফেসবুকে আবেগ দেখালেন দিমুথ করুণারত্নে

বন্ধু মুশফিককে নিয়ে ফেসবুকে আবেগ দেখালেন দিমুথ করুণারত্নে

২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতাশাজনক পারফর্ম্যান্সের পর ওয়ানডে থেকে মুশফিকুর রহিমের বিদায়ের ঘোষণা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে রাওয়ালপিন্ডির মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা'ই হয়ে থাকল তাঁর ওয়ানডে ক্যারিয়ারের শেষ ম্যাচ। বন্ধু মুশফিকের বিদায়ের খবর শুনে নিজের ফেসবুক পেইজে আবেগ দেখালেন দিমুথ করুণারত্নে।  

২০০৬ সালে ওয়ানডে অভিষেকের পরে এই সংস্করণে ২৭৪টি ম্যাচ খেলেছেন মুশফিক, করেছেন ৯টি সেঞ্চুরি ও ৪৯টি ফিফটি। ক্যারিয়ারের সর্বশেষ ওয়ানডে ম্যাচে করতে পারেন কেবল ২ রান। ওয়ানডে ক্রিকেটে মুশফিকের মোট রান সংখ্যা ৭৭৯৫। মুশফিকুর রহিমের অবসরে যাওয়ার সিদ্ধান্তে আবেগী হয়ে গেলেন লঙ্কান সাবেক অধিনায়ক দিমুথ করুণারত্নে। 

শ্রীলঙ্কান সাবেক অধিনায়ক দিমুথ করুণারত্নে তার ভেরিফায়েড ফেসবুক পেইজে মুশফিকুর রহিমের অবসর প্রসঙ্গে লিখেন, 'আমার বন্ধু মুশফিকুর রহিম, বাংলাদেশ ক্রিকেটের একজন সত্যিকারের কিংবদন্তি, এক দশকেরও বেশি সময় ধরে জাতীয় ওয়ানডে দলের মেরুদণ্ড। খেলার প্রতি তার নিষ্ঠা, দক্ষতা এবং আবেগ লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছে। তার দৃঢ় ব্যাটিং থেকে শুরু করে তার তীক্ষ্ণ উইকেটকিপিং পর্যন্ত, মুশফিকুর সর্বদা দলের জন্য তার সর্বস্ব উৎসর্গ করেছেন। ওয়ানডে ক্রিকেটের স্মৃতির জন্য আপনাকে ধন্যবাদ মুশফিকুর! আপনি সর্বদা বাংলাদেশ ক্রিকেটের একজন নায়ক হয়ে থাকবেন।'

পরের ওয়ানডে বিশ্বকাপ আরও দুই বছর পর ২০২৭ সালে। সেই বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলটিকে প্রস্তুত করতেই নিজেকে সরিয়ে নিয়েছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three