ফিরে দেখাঃ মার্টিন গাপটিলের আন্তর্জাতিক ক্যারিয়ার
ফিরে দেখাঃ মার্টিন গাপটিলের আন্তর্জাতিক ক্যারিয়ার
ফিরে দেখাঃ মার্টিন গাপটিলের আন্তর্জাতিক ক্যারিয়ার
২ বছরেরও বেশি সময় অপেক্ষার পর অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার মার্টিন গাপটিল। ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ২০২২ সালে, তারপর এতোগুলো দিন পেরিয়ে গেলেও দলে ডাক পাননি। হয়তো দলে আর ডাক পাওয়ার সম্ভাবনা নেই বলেই অবসর নিলেন এই ক্রিকেটার।
বিদায় বেলায় মার্টিন গাপটিল বলেন, "আমার সতীর্থদের ধন্যবাদ জানাই। বিশেষ করে মার্ক ও’ডোনেলকে। অনূর্ধ্ব ১৯ থেকে আমাকে কোচিং করাচ্ছেন উনি। সব সময়ই আমার পাশে ছিলেন। আমাকে পরামর্শ দিয়েছেন।"
ক্যারিয়ারে অনেক অর্জন মার্টিন গাপটিলের। নিজের সেরা সময়ে চড়াও হয়েছেন প্রতিপক্ষ বোলারদের উপরে। আন্তর্জাতিক ক্রিকেট নিউজিল্যান্ডের হয়ে তিন ফরম্যাটে ৩৬৭টি ম্যাচ খেলেছেন গাপটিল। সব মিলিয়ে সেঞ্চুরি করেছেন ২৩টি সেঞ্চুরি। প্রথম কিউই ক্রিকেটার হিসাবে অভিষেক ওয়ানডেতে সেঞ্চুরি।
টি-টোয়েন্টি ফরম্যাটে গাপটিল কিউইদের সর্বোচ্চ রান সংগ্রাহক। ১২২টি ম্যাচে ৩৫৩১ রান করেন গাপটিল। ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় আছেন ৩ নাম্বারে। ১৯৮ ম্যাচে ৭৩৪৬ রান এই ব্যাটারের। আইসিসির বিশ্বসেরা ওয়ানডে একাদশেও জায়গা পেয়েছেন গাপটিল।
মার্টিন গাপটিলের ক্যারিয়ারের মাইলফলক হিসাবে যেই ইনিংসটিকে দেখা হয় সেটা ২০১৫ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অপরাজিত ২৩৭ রান। বিশ্বকাপে এটাই সর্বোচ্চ রান। এছাড়াও আছে ২০১৩ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ১৮৯, ২০১৭ সালে প্রোটিয়াদের বিরুদ্ধে অপরাজিত ১৮০ রান।
তবে এত অর্জনের পরেও বিদায় বেলায় একটু হতাশ কন্ঠেই গাপটিল বলে গেলেন, "কিন্তু যেভাবে আমার ক্যারিয়ার শেষ হয়েছে তাতে আমি কিছুটা হতাশ। তবে আমাকে সামনে তাকাতে হবে এবং এগিয়ে যেতে হবে।"