বাংলাদেশকে হালকাভাবে দেখছেন না পাকিস্তানের হেড কোচ হেসন

বাংলাদেশকে হালকাভাবে দেখছেন না পাকিস্তানের হেড কোচ হেসন
বাংলাদেশকে হালকাভাবে দেখছেন না পাকিস্তানের হেড কোচ হেসন
পাকিস্তান ক্রিকেট দলের নতুন সাদা বলের কোচ মাইক হেসন দলকে আধুনিক ও গতিময় ক্রিকেটের পথে নিতে চান। খেলোয়াড়দের মানিয়ে নেওয়া ও পরিকল্পনা অনুযায়ী খেলতে উদ্বুদ্ধ করছেন তিনি। প্রেস কনফারেন্সে হেসন বলেন, “আমরা সবাই জানি এখানে উন্নতির জায়গা আছে। আমি চাই, খেলার সুর ঠিক করে সে অনুযায়ী খেলোয়াড় বেছে নিতে।”
দলের বাইরে থাকা তারকা ব্যাটারদের নিয়েও চলছে আলোচনা। তবুও বাবর-রিজওয়ান প্রসঙ্গে আশাবাদী তিনি। হেসন বলেন, “বাবর ও রিজওয়ান দুইজনই দারুণ ক্রিকেটার। তারা হয়তো বড় স্কোয়াডে থাকবে। উন্নতির প্রয়োজন রয়েছে, বাবর সেটা জানে এবং সে কাজ করছে।”
পাকিস্তানকে নতুন স্টাইলে খেলাতে চান হেসন। “আমরা মডার্ন ক্রিকেট খেলতে চাই। ব্যাটিংয়ে গভীরতা ও বোলিংয়ে বিকল্প থাকতে হবে। পাকিস্তান কিছুটা পিছিয়ে আছে সাদা বলের ফরম্যাটে। প্রতিভা আছে, কিন্তু ব্যবহার করতে হবে সঠিকভাবে।”
অধারাবাহিকতা দূর করতে পরিকল্পনার কথা বললেন কোচ, “নতুন খেলোয়াড় নেওয়া গুরুত্বপূর্ণ, তবে প্ল্যান থাকা চাই। শুধু আগ্রাসী নয়, স্মার্ট ক্রিকেটারও দরকার। তাদের সেসব জায়গায় খেলাতে হবে যেখানে তারা সফল,”
দল নির্বাচনে সরাসরি যুক্ত হেসন, “আমি নির্বাচক প্যানেলের অংশ। কোচ ও অধিনায়ক মিলে ১৫ জন ঠিক করেন। সামনে দুটি বিশ্বকাপ—টি-টোয়েন্টি ও ওয়ানডে—তাই এখন থেকেই পরিবর্তন শুরু করতে হবে,”
বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম নিয়েও কথা বলেন তিনি। সম্প্রতি দলটি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হেরেছে। তাও বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না হেসন, “তাদের পেসাররা উন্নতি করেছে। স্পিনেই এখন আর নির্ভর করতে হয় না। বাংলাদেশ সবসময় চ্যালেঞ্জিং। আমরা তাদেরকে হালকাভাবে নিচ্ছি না।”
পিএসএলের অভিজ্ঞতা থেকে আত্মবিশ্বাস নেবে ক্রিকেটাররা বিশ্বাস হেসনের, “পিএসল শেষে দল হিসেবে এখনও খেলিনি। তবে শুরু করতে মুখিয়ে আছি। স্কোয়াডের সবাই পরিষ্কার বার্তা পাবে—আমাদের প্রত্যাশা কী,”