বাংলাদেশ সিরিজের দলে ডাক পেলেন আব্বাস আফ্রিদি

বাংলাদেশ সিরিজের দলে ডাক পেলেন আব্বাস আফ্রিদি
বাংলাদেশ সিরিজের দলে ডাক পেলেন আব্বাস আফ্রিদি
আসন্ন বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান জাতীয় দলের স্কোয়াডে পরিবর্তন এসেছে। চোটের কারণে দল থেকে ছিটকে পড়েছেন পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। তার পরিবর্তে দলে যুক্ত হয়েছেন আব্বাস আফ্রিদি।
পাকিস্তানের নির্বাচক কমিটি বিকল্প খেলোয়াড় হিসেবে অধিনায়ক ও কোচের কাছে আব্বাস আফ্রিদি এবং সুফিয়ান মুকিমের নাম প্রস্তাব করেছিল। শেষ পর্যন্ত সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতে নির্বাচিত হন আব্বাস।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুর্দান্ত পারফরম্যান্স করেন আব্বাস আফ্রিদি। করাচি কিংসের হয়ে ১০ ম্যাচে শীর্ষ উইকেটশিকারি হন তিনি ঝুলিতে নেন ১৭টি উইকেট। এত ভালো পারফরম্যান্স সত্ত্বেও শুরুতে তাকে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দলে না রাখায় সমালোচনা হয়েছিল। সাবেক ক্রিকেটার কামরান আকমল একে 'অন্যায়' বলে মন্তব্য করেন।
এদিকে সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে পাকিস্তানের বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারকে, যার মধ্যে রয়েছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহীন আফ্রিদি। এমন পরিস্থিতিতে তরুণ পেসার আব্বাস আফ্রিদির জন্য এটি জাতীয় দলে নিজেকে প্রমাণ করার বড় সুযোগ।