নিউজিল্যান্ড 'এ' দলের বাংলাদেশ সফরের সূচি প্রকাশ

নিউজিল্যান্ড 'এ' দলের বাংলাদেশ সফরের সূচি প্রকাশ
নিউজিল্যান্ড 'এ' দলের বাংলাদেশ সফরের সূচি প্রকাশ
নিউজিল্যান্ড 'এ' দলের বাংলাদেশ সফরের সূচি প্রকাশ করল বিসিবি। আগামী ১ মে বাংলাদেশে পা রাখার কথা কিউইদের। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ৫ মে।
বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে তিনটি এক দিনের ম্যাচ ও দুটি চার দিনের ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ‘এ’ দল। আসন্ন এই সিরিজের জন্য সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ১ মে বাংলাদেশে পা রাখবে নিউজিল্যান্ড ‘এ’ দল। এরপর দুই দলের মাঠের লড়াই শুরু হবে পঞ্চাশ ওভারের ম্যাচ দিয়ে। ৫ মে সিলেটে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই মাঠে ৭ মে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। দুই দিনের বিরতির পর ১০ মে সিলেট ক্রিকেট গ্রাউন্ডের আউটার অনুষ্ঠিত হবে তৃতীয় ওয়ানডে।
ওয়ানডে সিরিজ শেষে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দল খেলবে দু'টি চার দিনের ম্যাচ। ১৪ মে সিলেটে শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ। সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচ ২১ মে থেকে মিরপুর শের-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে।
নিউজিল্যান্ড 'এ' দলের বাংলাদেশ সফর সূচি-
প্রথম ওয়ানডে ৫ মে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম
দ্বিতীয় ওয়ানডে ৭ মে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম
তৃতীয় ওয়ানডে ১০ মে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম আউটার
প্রথম চারদিনের ম্যাচ ১৪-১৭ মে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম
দ্বিতীয় চারদিনের ম্যাচ ২১-২৪ মে মিরপুর শের-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম।