ইমরুল কায়েসের ৮৬ রানের দিনে ম্লান রাফসানের সেঞ্চুরি

ইমরুল কায়েসের ৮৬ রানের দিনে ম্লান রাফসানের সেঞ্চুরি
ইমরুল কায়েসের ৮৬ রানের দিনে ম্লান রাফসানের সেঞ্চুরি
ডিপিএলে বল হাতে ২ উইকেট ও ব্যাট হাতে সেঞ্চুরি করেও ম্যাচ জেতাতে পারেননি রায়ান রাফসান রহমান। অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের কাছে তার দল শাইনপুকুর ক্রিকেট ক্লাব হেরেছে ৪৬ রানে। অগ্রণী ব্যাংকের দেয়া ২৯৪ রানের জবাবে নির্ধারিত ওভার শেষে ২৪৮ রানেই থামতে হয় শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে।
টসে জিতে ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন অগ্রণী ব্যাংকের দুই ওপেনার ইমরানুজ্জামান ও সাদমান ইসলাম। ৩২ রানে ইমরানুজ্জামান আউট হওয়ার পর ৫৩ রান করে রায়ান রাফসানের বলে ফেরেন সাদমান ইসলাম। তৃতীয় উইকেটে ৮৩ রানের জুটি করেন অধিনায়ক ইমরুল কায়েস ও অমিত হাসান।
অমিত হাসান করেন ৪১ রান। এদিকে ৮৫ বলে ৮৬ রান করে রাফসানের শিকার হন ইমরুল কায়েস। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ২৯৪ রান সংগ্রহ করে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। সাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে দুটি করে উইকেট নেন আলী মোহাম্মদ ওয়ালীদ ও রায়ান রাফসান রহমান।
২৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে যথাক্রমে ২০ ও ৩৪ রান করে ফেরেন শাইনপুকুরের দুই ওপেনার নিয়ন জামান ও মনিরুল ইসলাম তন্ময়। ১০৩ রানের পাঁচ উইকেট পড়ে যাওয়ার পর শেষ পর্যন্ত ব্যাট করে যান রায়ান রাফসান রহমান ও মিনহাজুল আবেদীন। ১৩০ বলে ১০৬ রান করে অপরাজিত থাকেন রায়ান এবং মিনহাজুল করেন ৬১ বলে ৫১ রান। তাদের ধীরগতির ইনিংসের কারণে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২৪৮ রানেই থামতে হয় শাইনপুকুরকে।
অগ্রণী ব্যাংকের হয়ে দুটি করে উইকেট নেন আরিফ আহমেদ ও নাঈম হাসান। ম্যাচেরা হন ইমরুল কায়েস।