বাংলাদেশকে ২ উইকেটে হারিয়ে আরব আমিরাতের ইতিহাস

বাংলাদেশকে ২ উইকেটে হারিয়ে আরব আমিরাতের ইতিহাস
বাংলাদেশকে ২ উইকেটে হারিয়ে আরব আমিরাতের ইতিহাস
দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ২ উইকেটে হারিয়ে সিরিজ ১-১ সমতায় আনলো আরব আমিরাত। অধিনায়ক মোহাম্মদ ওয়াসিমের ৮২ রানের ইনিংসের পর শেষ ওভারের নাটকীয়তাই রোমাঞ্চকর জয় পেল স্বাগতিকরা। ২০৫ রানের সংগ্রহ নিয়েও বোলারদের ব্যর্থতায় আরব আমিরাতের কাছে হারতে হয়েছে বাংলাদেশকে।
বাংলাদেশকে প্রথমবার টি-টোয়েন্টিতে হারিয়ে আরব আমিরাতের ইতিহাস। বাংলাদেশ এই প্রথম দুইশ রানের টার্গেট দিয়েও ম্যাচ হারল। ৬ বলে ১২ রানের সমীকরণ মিলিয়ে ১ বল হাতে রেখে বাংলাদেশের বিপক্ষে ২ উইকেটে জেতে আরব আমিরাত।
২০৬ রানের বিশাল লক্ষ্য তাড়ায় নেমে দুই ওপেনারের ব্যাটে উড়ন্ত শুরু পায় আরব আমিরাত। ৯.২ ওভারেই ১০০/০, অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম মাত্র ২৫ বল খেলেই ছুঁয়ে ফেলেন পঞ্চাশ। মোহাম্মদ জোহাইব ৩ চার ও ২ ছক্কায় ৩৫ বলে ৩৯ রান করে বিদায় নিলে ভাঙে ১০৭ রানের উদ্বোধনী জুটি।
বাংলাদেশকে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দিলেন তানভীর ইসলাম। পরের ওভারে এসে উইকেট পেলেন রিশাদ হোসেনও। ৪ বলে ২ রান করে আউট হয়ে ফিরেছেন তিনে নামা রাহুল চোপড়া। ৬৪ রানে নতুন জীবন পেয়ে মোহাম্মদ ওয়াসিম আরও ভয়ংকর হয়ে উঠেন। শরিফুল ইসলামের বলে উইকেটকিপার জাকের আলি লাফিয়ে লুফে নেন ৮২ রানে থাকা ওয়াসিমের উইকেট।
মাত্র ৪২ বল খেলে ৯ চার ও ৫ ছক্কায় ৮২ রান করেন আরব আমিরাতের অধিনায়ক। তাকে বিদায় করে বাংলাদেশকে স্বস্তি এনে দেন শরিফুল ইসলাম। জয়ের জন্য তখন ৩০ বলে স্বাগতিকদের প্রয়োজন হয় ৫৭ রানের। এরপর দ্রুত আরও উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে আরব আমিরাত।
শেষ ওভারে জিততে আরব আমিরাতের দরকার ১২ রান। উইকেটে থাকা হায়দার আলি ১ বল আগেই দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। বাংলাদেশকে প্রথমবারের মতো হারিয়ে দিল আরব আমিরাত।