Image

এবার সিরিজ জয়ের স্বপ্ন দেখছে আরব আমিরাত

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 7 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
এবার সিরিজ জয়ের স্বপ্ন দেখছে আরব আমিরাত

এবার সিরিজ জয়ের স্বপ্ন দেখছে আরব আমিরাত

এবার সিরিজ জয়ের স্বপ্ন দেখছে আরব আমিরাত

গতরাতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো বাংলাদেশকে হারায় আরব আমিরাত। ঐতিহাসিক জয়ে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন দলটির অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম, ৪২ বলে খেলেন ৮২ রানের অনবদ্য এক ইনিংস। ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশকে হারানোর আনন্দ দেখা গেল ওয়াসিমের চোখে-মুখে। এবার চোখ রাখছেন সিরিজ জয়ে। 

বাংলাদেশের বিপক্ষে ইতিহাসগড়া মুহূর্তে আরব আমিরাতের মূল নায়ক অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। ওপেনিংয়ে নেমে ৯ চার ও ৫ ছক্কায় ৪২ বলে ৮২ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। ওয়াসিমের ঝড়ো ইনিংসে ভর করে আরব আমিরাতের জন্য জয়ের পথ সহজ হয়ে যায় অনেকটাই। 

বাংলাদেশকে হারিয়ে দিয়ে আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন এভাবে, ‘আমার বলার মতো ভাষা নেই। আমি খুব খুশি যে আমরা বাংলাদেশকে হারিয়েছি। পারফরম্যান্সে খুব খুশি। আমি সবাইকে আশা দিচ্ছিলাম যে আমরা এই স্কোর তাড়া করতে পারব কারণ আমরা কন্ডিশনটা জানি।’

নিজের ব্যাটিং প্ল্যান ও সিরিজ জয়ের আশা নিয়ে ওয়াসিম বললেন, 'আমি আমার স্বাভাবিক খেলাটি খেলার চেষ্টা করেছি। রাহুলের উইকেটের পর, আমি দীর্ঘ সময় খেলার চেষ্টা করছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত, আমার উইকেটও দিয়ে দিয়েছিলাম। শেষ দিকে ধ্রুব একটি ছক্কা মেরেছে, হায়দারও একটি ছক্কা মেরেছে এবং সৌভাগ্যক্রমে, আমরা জিতেছি। আমরা আমাদের পূর্ণ শক্তি নিয়ে তৃতীয় খেলায় যাব এবং আশা করি আমরা এটি ২-১ করতে পারব।'

টি-টোয়েন্টিতে দুইশো রানের বেশি সংগ্রহ নিয়েও বোলারদের ব্যর্থতায় আরব আমিরাতের কাছে হারতে হয়েছে বাংলাদেশকে। ২০৬ রান তাড়ায় বাংলাদেশের বোলারদের তুলাধুনা করে শেষ ওভারের রোমাঞ্চে রেকর্ড গড়া জয়ে সিরিজে সমতা ফেরাল সংযুক্ত আরব আমিরাত। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটাই আরব আমিরাতের সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড।

Details Bottom
Details ad One
Details Two
Details Three