Image

ক্রিকেট অপারেশন্সে ফাহিম, মিডিয়ায় ইফতেখার, বিসিবি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হলেন যারা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ক্রিকেট অপারেশন্সে ফাহিম, মিডিয়ায় ইফতেখার, বিসিবি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হলেন যারা

ক্রিকেট অপারেশন্সে ফাহিম, মিডিয়ায় ইফতেখার, বিসিবি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হলেন যারা

ক্রিকেট অপারেশন্সে ফাহিম, মিডিয়ায় ইফতেখার, বিসিবি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হলেন যারা

সভাপতি ফারুক আহমেদ সহ কেবল ১০ পরিচালক নিয়ে চলছে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)। জুলাই-আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর ফারুক আহমেদ দায়িত্ব নেবার পর বিসিবির স্ট্যান্ডিং কমিটিগুলোর চেয়ারম্যান কে তা জানা ছিল না। 

আজ (২৫ জানুয়ারি), বিসিবির পরিচালনা পর্ষদের ১৭ তম সভায় বেশিরভাগ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নির্ধারণ করে দেওয়া হয়। চেয়ারম্যানরা পরবর্তীতে নিজ নিজ কমিটি গোছাবেন। 

উল্লেখযোগ্য হল বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান হয়েছেন নাজমুল আবেদিন ফাহিম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন ইফতেখার রহমান। 

একনজরে বিসিবির স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান- 

ক্রিকেট অপারেশন্স- নাজমুল আবেদিন ফাহিম 
ফাইন্যান্স কমিটি- ফাহিম সিনহা 
ডিসিপ্লিনারি কমিটি- সাইফুল আলম স্বপন চৌধুরী
গেম ডেভেলপমেন্ট কমিটি- ফাহিম সিনহা
টুর্নামেন্ট কমিটি- আকরাম খান
এইজ গ্রুপ টুর্নামেন্ট কমিটি- সাইফুল আলম স্বপন চৌধুরী
গ্রাউন্ডস কমিটি- মাহবুব আনাম 
ফ্যাসিলিটিজ কমিটি- আকরাম খান 
আম্পায়ার্স কমিটি- ইফতেখার রহমান
মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল কমিটি- ফারুক আহমেদ
মেডিক্যাল কমিটি- মঞ্জুরুল আলম 
টেন্ডার অ্যান্ড পারচেজ কমিটি- মাহবুব আনাম
মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স কমিটি- ইফতেখার রহমান 
অডিট কমিটি- সালাউদ্দিন চৌধুরী
উইমেন্স কমিটি- নাজমুল আবেদিন ফাহিম
লজিস্টিক অ্যান্ড প্রটোকল কমিটি- ফাহিম সিনহা
ফিজিক্যাল চ্যালেঞ্জ কমিটি- আকরাম খান
হাই পারফরম্যান্স কমিটি- মাহবুব আনাম
বাংলাদেশ টাইগার্স কমিটি- কাজী ইনাম
ওয়েলফেয়ার কমিটি- মঞ্জুরুল আলম। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three