বিদেশি খেলোয়াড় ছাড়া খেলতে বিসিবির অনুমতি পেয়েছে দুর্বার রাজশাহী
বিদেশি খেলোয়াড় ছাড়া খেলতে বিসিবির অনুমতি পেয়েছে দুর্বার রাজশাহী
বিদেশি খেলোয়াড় ছাড়া খেলতে বিসিবির অনুমতি পেয়েছে দুর্বার রাজশাহী
বিপিএলে প্রতিদিনই নতুন, নতুন সব ঘটনার জন্ম দিচ্ছে দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে নেই কোনো বিদেশি ক্রিকেটার। টাকা না পেয়ে ম্যাচ বয়কট করেছে বিদেশি ক্রিকেটাররা। একপ্রকার বাধ্য হয়েই বিসিবি সকল স্থানীয় খেলোয়াড়দের মাঠে নামানোর অনুমতি দিয়েছে দুর্বার রাজশাহীকে।
বিদেশিদের ম্যাচ ‘বয়কটের’ পেছনে রাজশাহীর পারিশ্রমিক ইস্যুটাই ঘুরে ফিরে আলোচনায় আসছে। এর আগে প্রতিশ্রুত পরিশ্রমিক না পেয়ে চট্টগ্রামে অনুশীলন বর্জনের ঘোষণা দিয়েছিলেন দলটির ক্রিকেটাররা। এরপর ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে ২৫% পেমেন্ট দেওয়ার দাবি করা হয়েছিল। কিন্তু সে পারিশ্রমির একা অংশ চেকের মাধ্যমে দেওয়ার পর চেক বাউন্স হলে ক্রিকেটারদের ক্ষোভ আরও বাড়ে।
সর্বশেষ আজ ম্যাচের দিন সকালে হোটেল বদলের ঘটনায় সে ক্ষোভ আরও বেড়ে যায়। দলের পক্ষ থেকে বাকি পারিশ্রমিকের সুরাহা না হওয়ায় বিদেশিরা রাজশাহীর বাকি ম্যাচগুলো না খেলার হুমকি দেয় বলে সকাল থেকেই গুঞ্জন ছড়িয়ে পড়ে। আজ বিকেলে যখন এনামুল হক বিজয় ফেসবুকে খাম হাতে খেলোয়াড়দের ছবি পোস্ট করলেন, মনে হয়েছিল, সব বোধহয় ঠিকঠাক হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত হোটেল থেকে কোনো বিদেশি মাঠে আসেনি। কোনো বিদেশি ছাড়াই আজ মাঠে নামছে রাজশাহী।
বিবৃতিতে বিসিবি জানিয়েছে, রংপুর রাইডার্সের বিপক্ষে আজকের ম্যাচের জন্য শুধুমাত্র বাংলাদেশি খেলোয়াড়দের সমন্বয়ে একটি দল মাঠে নামানোর জন্য বিশেষ অনুমোদনের জন্য দুর্বার রাজশাহী বিপিএল টেকনিক্যাল কমিটির কাছে আবেদন করেছে।
অনুরোধের পর্যালোচনার পর এবং বিপিএল ২০২৪-২৫ এর ম্যাচ খেলার শর্তাবলীর ১.২.৯ ধারায় বর্ণিত বিধান অনুসারে, টেকনিক্যাল কমিটি দুর্বার রাজশাহীকে এই ম্যাচের জন্য শুধুমাত্র বাংলাদেশি খেলোয়াড়দের সমন্বয়ে একটি দল মাঠে নামানোর অনুমোদন দিয়েছে। .