দুর্বার রাজশাহীর বিরুদ্ধে 'কঠিন অ্যাকশনে' যাচ্ছে বিসিবি
দুর্বার রাজশাহীর বিরুদ্ধে 'কঠিন অ্যাকশনে' যাচ্ছে বিসিবি
দুর্বার রাজশাহীর বিরুদ্ধে 'কঠিন অ্যাকশনে' যাচ্ছে বিসিবি
পারিশ্রমিক ইস্যুতে রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজিটি আগেও আলোচনায় এসেছিল। সে যাত্রায় পারিশ্রমিকের একটা নির্দিষ্ট অংশ পরিশোধ করে সমস্যার সাময়িক সমাধান করেছিল রাজশাহী। তবে আজ ম্যাচের কয়েকঘণ্টা আগে হঠাৎ হোটেল বদল ও বাকি পারিশ্রমিকের ইস্যুতে বিদেশি খেলোয়াড়রা রাজশাহীর বাকি ম্যাচগুলোতে না খেলার হুমকি দেয়। শেষ পর্যন্ত হোটেল থেকে মাঠেই আসেননি রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। শুধু দেশি খেলোয়াড় দিয়েই একাদশ সাজিয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নেমেছে রাজশাহী।
কিন্তু বিদেশিদের ছাড়া খেলতে নামার এ খবর যে বিপিএলের জন্য ভালো কিছু নয়, সেটা তো আর আলাদা করে বলে বোঝাতে হয় না! টুর্নামেন্টের ভাবমূর্তি নিয়েই প্রশ্ন ওঠে এমন সব কাণ্ডে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) তা না বোঝার কোনো কারণ নেই। সমস্যা সমাধান না করে সমস্যাগুলোকে এ পর্যায়ে নিয়ে আসার জন্য রাজশাহীর বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিবি, এমনটাই জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে সদ্য দায়িত্ব পাওয়া পরিচালক ইফতেখার আহমেদ মিঠু।
আগের মেয়াদে আম্পায়ারস কমিটির দায়িত্ব পালন করা মিঠু এবারও একই দায়িত্বে বহাল আছেন। সেই সঙ্গে গতকাল নতুন করে যোগ হয়েছে মিডিয়া কমিটির দায়িত্ব। আজ রাজশাহীর এমন ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাৎক্ষণিক প্রক্রিয়ায় ইফতেখার আহমেদ মিঠু বলেছেন,
‘যেসব ঘটনা ঘটতেছে, এটা পুরোপুরি অনাকাঙ্ক্ষিত। আমরা এটাকে অ্যাড্রেস করতেছি। বিসিবির দায়িত্ব এটা অ্যাড্রেস করা। আমরা গতকাল বোর্ড মিটিংয়েও এটা নিয়ে আলাপ করেছি। প্রতিদিন কিন্তু আমরা নতুন নতুন জিনিস দেখছি। প্রতিদিন নতুন সমস্যা আসছে।’
‘আজকের যেটা, ধরেন আজকের মধ্যেই আমরা একটা সিদ্ধান্ত নেব।’ সিদ্ধান্ত কঠিন হবে বলেও জানার বিসিবির এই পরিচালক।
এর আগে যখন পারিশ্রমিক ইস্যুতে রাজশাহী আলোচনায় আসে, তখন বোর্ডের হস্তক্ষেপে সাময়িক সমস্যা কেটেছিল। রাজশাহীকে আর ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছেন মিঠু, ‘এখন জরুরি হচ্ছে, আপনি কতটুকু ছাড় দেবেন? বেসিক্যালি ছাড় তো দিচ্ছি আমরা, যে খেলুক। কিন্তু খেলোয়াড়দের কিংবা বিপিএলের সুনাম কেউ নষ্ট করবে… ক্রিকেট বোর্ডের প্রধান দায়িত্ব হচ্ছে এটা রক্ষা করা।’
কিন্তু কোনো বিদেশি বিসিবির কাছে আজকের ঘটনায় অভিযোগ করেছেন কি না, এমন প্রশ্নের জবাবে মিঠু বলেন, ‘কোনো বিদেশি (বিসিবিতে) অভিযোগ করেছে কি না, এটা এখন পর্যন্ত আমি জানি না। আমি জানতে পারব কিছুক্ষণ পরে। এগুলো তো শেষ ২/৩ ঘণ্টায় হয়েছে। সুতরাং জানতে পারব, এখন কী পরিস্থিতি।’
বিপিএলের সঙ্গে দেশের ইমেজ জড়িয়ে আছে বলেও জানান এ বোর্ড পরিচালক, ‘টুর্নামেন্টটা মাঝপথে, আমি যদি শেষ করতে না পারি, সেটা বোর্ড কিংবা দেশ, কারও জন্য সম্মান বয়ে আনবে না। এটা আমাদের নিশ্চিত করতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানের জন্য। …একটার পর একটা (সমস্যা) আসছে, আমরা সমস্যা সমাধানের চেষ্টা করছি। কিন্তু সবকিছুরই কিন্তু একটা সীমা আছে। কিন্তু আজকে যেটা হয়ে গেল, কালকের সমস্যার সমাধান করতে না করতেই আজকের এটা হয়ে গেল। আমরা বসব। একটা সিদ্ধান্ত নিতে হবে।’