রোহিতের সেঞ্চুরিতে এক ম্যাচ আগেই সিরিজ জিতল ভারত
![রোহিতের সেঞ্চুরিতে এক ম্যাচ আগেই সিরিজ জিতল ভারত](https://cricket97.com/public/storage/upload/news/original/dadf8c94-dda4-4df9-bda5-4f3d2091e286.webp)
রোহিতের সেঞ্চুরিতে এক ম্যাচ আগেই সিরিজ জিতল ভারত
রোহিতের সেঞ্চুরিতে এক ম্যাচ আগেই সিরিজ জিতল ভারত
ভারতের কাছে দ্বিতীয় ওয়ানডেতে ৪ উইকেটে হেরে সিরিজ হাতছাড়া করেছে ইংল্যান্ড। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। ইংলিশদের দেয়া ৩০৫ রানের লক্ষ্য ভারত পেরিয়ে যায় ৪৪.৩ ওভারে ৪ উইকেট হাতে রেখেই।
রবিবার টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জশ বাটলার। ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে দুই ওপেনার। পাওয়ার প্লে তে কোনো উইকেট না হারিয়ে তোলে ৭৫ রান। পাওয়ার প্লে শেষ হলে ২৬ রানে ফেরেন ফিল সল্ট। অর্ধশতক পূরণ করে আরেক ওপেনার বেন ডাকেট ৫৬ বলে ৬৫ রানের ইনিংস খেলে আউট হন।
৩ এ নেমে জো রুট খেলেন দলের হয়ে সর্বোচ্চ ৭২ বলে ৬৯ রানের ইনিংস। জশ বাটলার (৩৪), লিয়াম লিভিংস্টোন (৪১) দ্রুত রান তোলেন তবে কেউ ই ইনিংস বড় করতে পারেনি। শেষ দিকে ভারতীয় বোলারদের দারুণ বোলিংয়ে ১ বল হাতে রেখেই ৩০৪ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড।
ভারতের হয়ে ১০ ওভারে ৩৫ রান দিয়ে ৩ টি উইকেট শিকার করেন রবিন্দ্র জাদেজা।
লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই ১০০ বলে ১৩৪ রান তোলেন রোহিত শর্মা ও শুবমান গিল। ৫২ বলে ৬০ রান করে আউট হন গিল। অনেকদিন পর সেঞ্চুরির দেখা পান রোহিত। ১২ চার ও ৭ ছয়ে ৯০ বলে ১১৯ রানের ইনিংস খেলে আউট হন তিনি।
এদিন ও রান পাননি ভিরাট কোহলি। আদিল রশিদের বলে মাত্র ৫ রান করে বিদায় নেন তিনি। রান আউট হওয়ার আগে শ্রেয়াস আইআর করেন ৪৪ রান। বাকি কাজটা শেষ করেন আক্সার প্যাটেল। অপর প্রান্তে উইকেটের পতন হলেও ৪৩ বলে ৪১ রানের অপরাজিত ইনিংস খেলে ক্রিজে দাড়িয়ে থেকে ম্যাচ জেতান প্যাটেল।
ইংল্যান্ডের হয়ে ২ টি উইকেট শিকার করেন জেমি ওভারটন। ম্যাচ সেরা হন রোহিত শর্মা।