পিএসএলে থাকছে প্লেয়ার ট্র্যাকিং প্রযুক্তি
-
1
অ্যাডাম জাম্পা ও রশিদ খানকে পেছনে ফেলে রিশাদের বিশ্ব রেকর্ড
-
2
ইন্দোরে অস্ট্রেলিয়ান দুই নারী ক্রিকেটারকে হয়রানি, গ্রেপ্তার অভিযুক্ত
-
3
সৌন্দর্য্যে বিশ্বচর্চায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
-
4
বিশ্বকাপের জন্য দুই তিন মাসের পরিকল্পনাই যথেষ্ট মনে করেন মিরাজ
-
5
রেকর্ডে ভরা সিরিজে ঘরের মাঠে বাংলাদেশ স্পিনের রাজত্ব
পিএসএলে থাকছে প্লেয়ার ট্র্যাকিং প্রযুক্তি
পিএসএলে থাকছে প্লেয়ার ট্র্যাকিং প্রযুক্তি
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর দশম আসরে প্রথমবারের মতো চালু হচ্ছে প্লেয়ার ট্র্যাকিং টেকনোলজি। বল বাই বল ভিত্তিতে খেলোয়াড়দের গতিবিধি, বোলারদের রান-আপ, ফিল্ডারদের অবস্থান এবং ব্যাটারদের অবস্থান এখন থেকে ফ্রেম বাই ফ্রেম ট্র্যাক করা হবে।
এই প্রযুক্তির মাধ্যমে সংগৃহীত তথ্য দর্শকদের জন্য স্ক্রিনে উপস্থাপন করা হবে বিভিন্ন পরিসংখ্যানের মাধ্যমে। এতে খেলার গভীরতা সম্পর্কে আরও সূক্ষ্ম ধারণা পাওয়া যাবে।
মূল ফিচারগুলোর মধ্যে রয়েছে ফিল্ডারদের পারফরম্যান্সের জন্য অঞ্চলভিত্তিক বিশ্লেষণ, ব্যাটারদের স্কোরিং জোন বিশ্লেষণ, ক্যাচিং অ্যানালাইসিস ও ফিল্ডিং পজিশনভিত্তিক কৌশলগত ব্যাখ্যা।
এইচবিএল পিএসএলের সিইও সালমান নাসির বলেন, “পিএসএল সবসময় নতুনত্বকে স্বাগত জানায়। প্লেয়ার ট্র্যাকিং টেকনোলজি চালুর মাধ্যমে আমরা দর্শকদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে যাচ্ছি। বিশ্বমানের সম্প্রচারই আমাদের লক্ষ্য, আর এই প্রযুক্তি সেই পথেই আরও একটি পদক্ষেপ।”
