ম্যাচে সাব্বিরের সাথে ইস্যু, এরপর বিসিবি সভাপতির কাছ থেকে পুরস্কার নেননি তামিম
ম্যাচে সাব্বিরের সাথে ইস্যু, এরপর বিসিবি সভাপতির কাছ থেকে পুরস্কার নেননি তামিম
ম্যাচে সাব্বিরের সাথে ইস্যু, এরপর বিসিবি সভাপতির কাছ থেকে পুরস্কার নেননি তামিম
চট্টগ্রামের মাঠে বিপিএলের এক ম্যাচে কয়েক ঘটনার জন্ম দিলেন তামিম ইকবাল। ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ব্যাটিং ইনিংসের সময় ঢাকার ফিল্ডার সাব্বির রহমানকে উদ্দেশ্য করে বেশ কিছু অশালীন মন্তব্য করেন। এরপর ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে উপস্থিত হয়ে নেননি ম্যাচসেরার পুরস্কার।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ বিপিএলের ম্যাচ চলাকালীন বাংলাদেশের সাবেক ওপেনার ও ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল ঢাকা ক্যাপিটালসের সাব্বির রহমানের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় করেন।
“সাব্বির আমার সাথে লাগতে আইসো না। একজন আইছিল দেখো নাই (সাব্বির, আমার সাথে ঝগড়া করো না, তুমি কি দেখেছ না যে এমন করার চেষ্টা করেছে তার সাথে কি হয়েছে),” তামিমকে সাব্বিরের উদ্দেশ্যে এসব বলতে শোনা গেছে স্টাম্প মাইকে। ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা এবং আম্পায়ারদের সৌজন্যে ঘটনাটি কোন কুৎসিত মোড় নেয়নি। সাব্বির যখন বাউন্ডারি থেকে ছুটে আসছিলেন তখন তাকে থামান পেরেরা, যাতে খেলার মাঝখানে অপ্রীতিকর দৃশ্য না ঘটে।
এরপর ম্যাচ শেষে, তামিম ইকবাল বিসিবি সভাপতি ফারুক আহমেদের হাত থেকে পুরস্কার নেওয়ার সময় পাননি, যিনি দৃশ্যত মঞ্চে আসতে সময় নিচ্ছিলেন। ফারুক আহমেদ এরপর অবশ্য তামিমকে মঞ্চে ডাকার চেষ্টা করেছিলেন, কিন্তু তামিম অনিচ্ছুক ছিলেন। ফলস্বরূপ, সতীর্থ নাজমুল হোসেন শান্ত প্রক্সি হিসেবে তামিমের ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার গ্রহণ করেন।
ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজি সূত্রে জানা গেছে, ঢাকা ক্যাপিটালসকে ম্যাচে ৮ উইকেটে হারিয়ে ছেলে আরহাম ইকবালকে নিয়ে তামিম ইকবাল ঠিক সময়েই চলে গিয়েছিলেন পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঞ্চে। তামিম ঠিক সময়ে থাকলেও বিসিবি সভাপতি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসতে দেরি করেছেন। বরিশাল অধিনায়ক পরে তাই আর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকেননি।