Image

টি-টেন লিগে দল পেলেন শহিদুল-জিয়াউর

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
টি-টেন লিগে দল পেলেন শহিদুল-জিয়াউর

টি-টেন লিগে দল পেলেন শহিদুল-জিয়াউর

টি-টেন লিগে দল পেলেন শহিদুল-জিয়াউর

বাংলাদেশের জার্সিতে একটি মাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলা পেসার শহিদুল ইসলাম ঘরোয়া ক্রিকেটে নিয়মিত মুখ। তবে এবার তার জন্যে সুখবর এল সংযুক্ত আরব-আমিরাত থেকে। প্রথমবারের মতো ডাক পেয়েছেন বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে। আসন্ন আবুধাবি টি-টেন লিগ মাতাতে দেখা যাবে নারায়ণগঞ্জের শহিদুলকে। একই দলে আরেক বাংলাদেশি অলরাউন্ডার জিয়াউর রহমান। 

আবুধাবি টি-টেন লিগের আসন্ন সংস্করণে বাংলাদেশের পেসার শহিদুল ইসলাম মাঠ মাতাবেন নর্দান ওয়ারিয়র্সের জার্সি গায়ে। এবারই প্রথম তিনি যাচ্ছেন কোনো বিদেশি লিগ খেলতে। একই দলের হয়ে খেলবেন বাংলাদেশের আরেক অলরাউন্ডার জিয়াউর রহমান। 

শহিদুল-জিয়াউর রহমানরা নর্দান ওয়ারিয়র্স দলে সতীর্থ হিসেবে পাবেন ট্রেন্ট বোল্ট, ফিন অ্যালেন, কলিন মুনরো, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো তারকা ক্রিকেটারদের। আগামী ২১ নভেম্বর শুরু হয়ে টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে ২ ডিসেম্বর। 

দুই দিন আগেই বিপিএলের প্লেয়ার্স ড্রাফট থেকে শহিদুলকে দলে নেয় ফরচুন বরিশাল। তামিম, রিয়াদ, মুশফিকদের সাথে বিপিএল খেলতে যাওয়া শহিদুল আজ ড্রাফট থেকে দল পেলেন আবুধাবির টি-টেন লিগে। 

২০২১ সালে হোমে পাকিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক। ৩৩ রান খরচায় সেদিন বোল্ড করেন মোহাম্মদ রিজওয়ানকে এবং এটিই শহিদুলের খেলা শেষ ম্যাচ। এরপর আর জাতীয় দলের দরজা খোলেনি তার জন্যে। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three