Image

সাকিবকে যেকারণে দেশে আসতে নিরুৎসাহিত করেছেন আসিফ মাহমুদ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সাকিবকে যেকারণে দেশে আসতে নিরুৎসাহিত করেছেন আসিফ মাহমুদ

সাকিবকে যেকারণে দেশে আসতে নিরুৎসাহিত করেছেন আসিফ মাহমুদ

সাকিবকে যেকারণে দেশে আসতে নিরুৎসাহিত করেছেন আসিফ মাহমুদ

মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে সাকিব আল হাসান দেশে আসছেন, গতকাল সন্ধ্যা অব্দি খবর ছিল এমনই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ঘোষিত স্কোয়াডে নাম ছিল এই অলরাউন্ডারের। তবে রাতের আঁধার বাড়ার সাথে সাথে কমতে থাকে সাকিবের দেশে আসার সম্ভাবনা।

আজকের (১৭ অক্টোবর) দিনের আলো বাড়ার সাথে স্পষ্ট হয় সাকিব আল হাসানের দেশে ফেরা হচ্ছে না, অন্তত এই মুহূর্তে। যুক্তরাষ্ট্র থেকে দুবাই আসা সাকিব নিজের ঘনিষ্ঠজন ও কয়েকটি গণমাধ্যমকে নিশ্চিত করেন যে তাঁর এখন দেশে আসা হচ্ছে না।

দিনে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গনে জড়ো হন সাকিববিরোধীরা। তাঁরা স্মারকলিপি প্রেরণ করেন, যেখানে তাঁরা দাবি জানান সাকিব আল হাসানকে কোনক্রমেই খেলতে দেওয়া যাবে না।

এরূপ পরিস্থিতিতে সাকিবের আসার সম্ভাবনা একেবারেই নাই হয়ে যায়। পরবর্তীতে যে কথা নিশ্চিত করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এক বিবৃতিতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ❝আমি নিজেও চেয়েছি, সাকিব আল হাসানের মতো একজন ক্রিকেটার দেশের মাটিতে অবসর নিক। সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। তবে, প্রথম দিকেই বলেছি সাকিব আল হাসানের আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সাথে সংশ্লিষ্টতার কারণে জনমনে ক্ষোভ রয়েছে, যা স্বাভাবিক। রাজনৈতিক অবস্থান স্পষ্ট করাসহ জনমনের ক্ষোভ নিরসনে তিনি ফেসবুক পোস্ট দিলেও সাম্প্রতিক প্রতিবাদে প্রতীয়মান হয়েছে যে তা যথেষ্ট ছিল না। যারা প্রতিবাদ করছে তাদেরও তা করার সাংবিধানিক অধিকার রয়েছে। দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যকার সিরিজে কোনপ্রকার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই আপাতত দেশে খেলতে আসার ক্ষেত্রে নিরুৎসাহিত করে বিসিবিকে পরামর্শ দিতে হয়েছে। খেলোয়াড়দের নিরাপত্তার পাশাপাশি আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের ভাবমূর্তি রক্ষার আশু ব্যবস্থা হিসেবেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে সকলেরই আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত বলে মনে করি। কোন অভিযোগ থাকলে আইনি প্রক্রিয়ার আশ্রয় নিয়েই তার সমাধান খোঁজা যেতে পারে।❞

যুব ও ক্রীড়া উপদেষ্টার এমন বিবৃতিতে স্পষ্ট সাকিব আল হাসানের মিরপুর টেস্টে খেলা হচ্ছে না। অবস্থার দ্রুত পরিবর্তন না হলে কানপুরে ভারতের বিপক্ষে খেলা টেস্টই হয়ে থাকবে বাংলাদেশের পক্ষে খেলা সাকিবের শেষ টেস্ট।

Details Bottom