Image

শেষ হলো ধোনির দায়িত্ব, চেন্নাইয়ের নতুন অধিনায়ক গায়কোয়াড়

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 7 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
শেষ হলো ধোনির দায়িত্ব, চেন্নাইয়ের নতুন অধিনায়ক গায়কোয়াড়

শেষ হলো ধোনির দায়িত্ব, চেন্নাইয়ের নতুন অধিনায়ক গায়কোয়াড়

শেষ হলো ধোনির দায়িত্ব, চেন্নাইয়ের নতুন অধিনায়ক গায়কোয়াড়

রুতুরাজ গায়কোয়াড়কে নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে চেন্নাই সুপার কিংস। আগামীকাল চীপকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই নামবে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। গায়কোয়াড়ের কাছে অধিনায়কের দায়িত্ব আসায়, শেষ হলো মহেন্দ্র সিং ধোনির দায়িত্ব। ২০০৮ সাল থেকে অধিনায়কত্ব করার পর অবশেষে দায়িত্ব ছাড়লেন ধোনি। 

ধোনি এর আগে ২০২২ সালে একবার দায়িত্ব ছেড়েছিলেন, সেসময় রবীন্দ্র জাদেজা ৮ টি ম্যাচ অধিনায়কত্ব করেন। তবে আবার তা ধোনির কাছে দেওয়া হয়। সেখান থেকে শুরু করে ২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপা ধোনির অধিনায়কত্বে জিতে নেয় চেন্নাই। 

২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যান ধোনি। তাঁর এবারের আইপিএল খেলা নিয়ে কিছু দ্বিধা ছিল। নিজের ইচ্ছার ব্যাপার ছিল, পাশাপাশি চোটের মধ্যে দিয়েও যেতে হয়েছে এই সাবেক ভারতীয় অধিনায়ককে। এই মাসের শুরুতে চেন্নাইয়ের ক্যাম্পে যোগ দিয়েছেন ধোনি। 

সব প্রতিযোগিতা মিলিয়ে চেন্নাইয়ের মোট ২৪৯ টি ম্যাচের মধ্যে ২৩৫ টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ধোনি। ধোনির দায়িত্বে থাকাকালীন এই দলটি আইপিএলে ধারাবাহিকভাবে উন্নতি করেছে, শিরোপা জিতেছে। চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি শিরোপা ২ বার, আইপিএল শিরোপা ৫ বার, এই কৃতিত্ব ধোনির কাছে আসে অনেকটাই। 

২০১৬ ও ২০১৭ সালে চেন্নাই আইপিএল থেকে নিষিদ্ধ ছিল। সেসময় রাইজিং পুনে সুপার জায়ান্টের হয়ে ১৪ টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ধোনি। মোট ২২৬ টি আইপিএল ম্যাচে ধোনি অধিনায়কত্ব করেছেন। 

গায়কোয়াড়, চেন্নাইয়ের একজন নিয়মিত পারফর্মার। ভারতের হয়ে ৬ ওডিআই ও ১৯ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। চেন্নাইয়ের পক্ষে ৩৯.০৬ গড়ে ৫২ ম্যাচে ১৭৯৭ রান করেছেন এই ব্যাটার। চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের মধ্যে গায়কোয়াড় আছেন সপ্তম স্থানে। 

গায়কোয়াড় সম্প্রতি চোট থেকে ফিরেছেন। ২০২৪ সালে মাত্র একটি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন তিনি। রঞ্জি ট্রফির সেই ম্যাচে মহারাষ্ট্রের পক্ষে ৯৬ রানের ইনিংস খেলেন।

Details Bottom
Details ad One
Details Two
Details Three