ইকবাল হোসেন ইমন একাই হলেন ফাইনাল ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড়
ইকবাল হোসেন ইমন একাই হলেন ফাইনাল ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড়
ইকবাল হোসেন ইমন একাই হলেন ফাইনাল ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড়
ভারতকে পাত্তা না দিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এশিয়া কাপ জয়ের দিনে স্পটলাইট নিজের করে নেন ইকবাল হোসেন ইমন। বাংলাদেশের এই পেসার একাই জিতেছেন ফাইনাল ও টুর্নামেন্ট সেরা ক্রিকেটারের পুরস্কার।
ফাইনালে ৭ ওভারে মাত্র ২৪ রান দিয়ে ইকবাল হোসেন ইমন শিকার করেন ৩ উইকেট। আর তাতেই ইমন ফাইনালের সেরা খেলোয়াড়ের সম্মান অর্জন করেন। ভারতের ইনিংসের ২১তম ওভারে বল হাতে অ্যাকশনে এসে পেসার ইকবাল হোসেন ইমনের বাজিমাত। ১ রান খরচায় তুলে নেন জোড়া উইকেট। কেপি কার্তিকেয়া, নিখিল কুমারকে ফিরিয়েই ক্ষান্ত হননি ইমন।
ইকবাল ইমনের পেস তোপে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করে বসে ভারতের মিডল অর্ডার। নিজের পরের ওভার করতে এসে উইকেটকিপার ব্যাটার হরবংশ পাঙালিয়াকেও বিদায় করেন। ৩ উইকেটে ৭৩ রান থেকে ৮১ পর্যন্ত যেতে হারায় আরও ৩ উইকেট।
২০২৪ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের খেতাবও জিতে নেন ইকবাল হোসেন ইমন। পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফর্ম্যান্স দেখিয়ে পাঁচ ম্যাচে শিকার করেন মোট ১৩ উইকেট।
সেমিফাইনালেও বল হাতে দুর্দান্ত ছিলেন ইকবাল হোসেন ইমন। আগুন ঝরানো বোলিংয়ে উইকেটে ঠিকঠাক দাঁড়াতেই পারেনি পাকিস্তানি ব্যাটাররা। ব্যাটিং অর্ডারে ধস নামিয়ে পাকিস্তানের ইনিংসের ইতি টানেন। বাংলাদেশের পক্ষে ২৪ রান খরচায় ৪টি উইকেট নিয়ে ছিলেন দলের সেরা বোলার।