Image

২০ বছরের জন্য দিলীপ সামারাবিরাকে নিষি'দ্ধ করল ক্রিকেট অস্ট্রেলিয়া

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
২০ বছরের জন্য দিলীপ সামারাবিরাকে নিষি'দ্ধ করল ক্রিকেট অস্ট্রেলিয়া

২০ বছরের জন্য দিলীপ সামারাবিরাকে নিষি'দ্ধ করল ক্রিকেট অস্ট্রেলিয়া

২০ বছরের জন্য দিলীপ সামারাবিরাকে নিষি'দ্ধ করল ক্রিকেট অস্ট্রেলিয়া

শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার দিলীপ সামারাবিরাকে ২০ বছরের জন্য নিষিদ্ধ ঘোষনা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আগামী ২০ বছর সামারাবিরা অস্ট্রেলিয়ার বিগব্যাশ সহ যেকোনো ক্রিকেট দলে কাজ করতে পারবেন না। নিন্দনীয় আচরণ করায় তাকে এই শাস্তি দেয়া হয়েছে।

৫২ বছর বয়সী এই লঙ্কান তারকাকে সম্প্রতি ভিক্টোরিয়া নারী দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে তার আগেই মূলত ভিক্টোরিয়া রাজ্য ক্রিকেটের কোচিং স্টাফে দায়িত্ব পালনকালে নানাভাবে আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে প্রমাণ পেয়েছে সিএ।

দিলীপ সামারাবিরা বিগব্যাশে মেলবোর্ন স্টারসের কোচিং স্টাফে সহকারী কোচ হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। তার বিরুদ্ধে আরো অভিযোগ  তিনি এক ব্যক্তিকে তাঁর অধীন ভিক্টোরিয়া দলে নিয়োগ দেওয়ার ব্যাপারে কর্তৃপক্ষকে চাপ প্রয়োগ করেছিলেন। এর পাশাপাশি সামারাবিরার বিরুদ্ধে গুরুতর অসদাচরণের সঙ্গে জড়িত থাকারও অভিযোগ উঠেছিল। ভিক্টোরিয়া নারী দলের এক ক্রিকেটার তাঁর বিরুদ্ধে এ ব্যাপারে সিএর কাছে অভিযোগ করেন।

তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর সিএর অচরণবিধি কমিশন তদন্ত করে যথেষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতে ২০ বছরের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে। তারা সামারাবিরার এই আচরণবিধি লঙ্ঘনের ঘটনাকে ‘নিন্দনীয়’ হিসেবে অভিহিত করেছে। 

এ ব্যাপারে ক্রিকেট ভিক্টোরিয়ার প্রধান নির্বাহী নিক কামিন্স বলেছেন, ‘সামারাবিরার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ক্রিকেট অস্ট্রেলিয়ার আচরণবিধি কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা তা সমর্থন করি। আমরা মনে করি, সামারাবিরা যে আচরণ করেছে, সেটি নিন্দনীয় ও ক্রিকেট ভিক্টোরিয়ার আচরণ নীতিমালার সঙ্গে একপ্রকার বিশ্বাসঘাতকতা। তার আচরণের শিকার হওয়া ব্যক্তির প্রতি আমরা সহানুভূতিশীল। তিনি সামারাবিরার বাজে আচরণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে অসাধারণ মানসিক দৃঢ়তার পরিচয় দিয়েছেন। প্রাতিষ্ঠানিক দৃষ্টিকোণ থেকে ক্রিকেট ভিক্টোরিয়া যেকোনো কর্মীরই নিরাপত্তা বিধানে বদ্ধপরিকর। আমরা কখনোই কারও কাছ থেকে এ ধরনের আচরণ সহ্য করব না।’

Details Bottom
Details ad One
Details Two
Details Three