Image

বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তানের নিরাপত্তা নিয়ে সতর্কবার্তা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তানের নিরাপত্তা নিয়ে সতর্কবার্তা

বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তানের নিরাপত্তা নিয়ে সতর্কবার্তা

বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তানের নিরাপত্তা নিয়ে সতর্কবার্তা

রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তাজনিত কারণে বহু বছর পাকিস্তানে আয়োজিত হয়নি কোনো বৈশ্বিক টুর্নামেন্ট। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে পাকিস্তানে। তার আগে নিজেদের মাঠে বেশ কিছু সিরিজ খেলবে পাকিস্তান।  সব কিছু মাথায় রেখে পাকিস্তানের ঘরের মাঠে আয়োজিত সিরিজ গুলোতে নিরাপত্তাব্যবস্থা ভালোভাবে সামলানোর ওপর জোর দিয়েছেন দেশটির সাবেক ব্যাটার বাসিত আলি।

২১ আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের  দুই ম্যাচের টেস্ট সিরিজ। এরপর অক্টোবরে ঘরের মাঠেই ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। এমনকি আগামী বছর জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও নিজেদের মাঠেই সিরিজ খেলবে পাকিস্তান। নিজেদের দেশে এতগুলো সিরিজ আয়োজন করাতেই সামনে আসছে নিরাপত্তার বিষটি। কেননা এসব সিরিজে নিরাপত্তার কোনো রূপ কমতি থাকলে পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি না ও অনুষ্ঠিত হতে পারে। যেহেতু ভারত ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে তারা পাকিস্তানে খেলতে যাবে না।

নিজের ইউটিউব চ্যানেলে বাসিত আলি বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফি যেহেতু পাকিস্তানে অনুষ্ঠিত হবে, আর বাংলাদেশের পর ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজও সফরে আসবে। তাই আমাদের উচিত নিরাপত্তায় মনোযোগ দেওয়া। সৃষ্টিকর্তা না করুক, এসব সফরে কোনো ঘটনা ঘটলে চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তান খেলা হবে না। বেলুচিস্তান ও পেশোয়ারে আমাদের সৈন্যরা শহীদ হচ্ছেন। সরকারই শুধু বলতে পারে এটা কেন ঘটছে, যদিও এটা অনুচিত।’

বাসিত আলি আরো জানান,‘নিরাপত্তার সামান্যতম বিঘ্নও যেন না ঘটে, সেটি নিশ্চিত করতে হবে আমাদের। বিদেশি দলগুলোর আমাদের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের মতো নিরাপত্তা পাওয়া উচিত। আমি নিশ্চিত মহসিন নাকভি এ বিষয়ে অবগত আছেন।’

২০২৫ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। অনেক বছর পর পাকিস্তানে বৈশ্বিক টুর্নামেন্ট ফেরায় এবং অতীতে নিরাপত্তায় ব্যাঘাত ঘটায় এখন থেকেই নিরাপত্তা ইস্যুতে সতর্ক থাকার পক্ষে বাসিত আলি।

Details Bottom