মেজর লিগ ক্রিকেটের শিরোপা ওয়াশিংটন ফ্রিডমের
-
1
জয়সূচক লড়াইয়ে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে সিরিজ ভারতের
-
2
স্টার্কের দাপটে চাপে ইংল্যান্ড, তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার দৃঢ় নিয়ন্ত্রণ
-
3
গ্রেভসের দ্বিশতক, রোচের লড়াইয়ে ড্রয়ে বাঁচল ওয়েস্ট ইন্ডিজ
-
4
এনসিএলের শেষ রাউন্ডে বোলারদের দাপট, মিরপুরে ইমন, মার্শালের রানের বন্যা
-
5
স্টার্ক-নেসার ঝড়ে ইংল্যান্ড বিধ্বস্ত, অ্যাশেজে অস্ট্রেলিয়ার ২-০ লিড
মেজর লিগ ক্রিকেটের শিরোপা ওয়াশিংটন ফ্রিডমের
মেজর লিগ ক্রিকেটের শিরোপা ওয়াশিংটন ফ্রিডমের
ফাইনালে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসকে ৯৬ রানে হারিয়ে মেজর লিগ ক্রিকেটের শিরোপা জিতেছে ওয়াশিংটন ফ্রিডম। ওয়াশিংটন ফ্রিডমের দেয়া ২০৮ রানের লক্ষ্য তাড়ায় মাত্র ১১১ রানে গুটিয়ে যায় সান ফ্রান্সিকো। ফলে মেজর লিগ ক্রিকেটের শিরোপা নিশ্চিত হয় ওয়াশিংটন ফ্রিডমের।
ডলাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টসে জিতে আগে বোলিং বেছে নেয় সান ফ্রান্সিসকো। ওয়াশিংটন ফ্রিডম ব্যাটিংয়ে নেমে শুরুতেই প্যাট কামিন্সের বলে ৯ রানে আউট হয়ে যান ট্রাভিস হেড। পাওয়ার প্লে থেকে আসে ২ উইকেট হারিয়ে ৪৯ রান।
আন্দ্রেস গস আউট হন ১৪ বলে ২১ রান করে। অন্যপ্রান্ত আগলে রেখেছিলেন ওপেনার স্টিভ স্মিথ। চার ছক্কার ফুলঝুরির সাথে দায়িত্বশীল ব্যাটিংয়ে তিনি করেন ৫২ বলে ৮৮ রান। তার ইনিংসে ছিলো ৭ টি চার ও ৬ টি ছক্কার মার।
শেষদিকে গ্লেন ম্যাক্সওয়েলের ২২ বলে ৪০ রানের মারকুটে ইনিংসে ২০৭ রানের বড় সংগ্রহ পায় ওয়াশিংটন ফ্রিডম। মুখতার আহমেদ ও ওবাস পাইনার অপরাজিত থাকেন যথাক্রমে ১৯ ও ১৩ রানে।
২০৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৩ রান করে শুরুতেই ফিরে যান সান ফ্রান্সিসকোর ওপেনার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। দলীয় ৩০ রানে সাঞ্জয় কৃষ্ণমূর্তি ও ফিন অ্যালেনের ২ টি উইকেট হারায় সান ফ্রান্সিসকো।
অ্যান্ড্রু টাইয়ের বলে জশ ইংলিশ ১৮ রান করে আউট হলে আর কেউ ই জুটি গড়তে পারেনি। অ্যান্ডারসন ফেরেন ০ রানে। কামিন্সকে ১৩ রানে ফেরান রাচিন রবীন্দ্র। দশ নম্বর ব্যাটার কার্মি লে রক্স অপরাজিত থাকেন ১৯ বলে ২০ রান করে। মাত্র ১১১ রানেই অলআউট হয়ে যায় সান ফ্রান্সিসকো।
ওয়াশিংটন ফ্রিডমের হয়ে ৩ টি করে উইকেট পান মার্কো ইয়ানসেন ও রাচিন রবীন্দ্র। ২ টি উইকেট পান অ্যান্ড্রু টাই। ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন স্টিভ স্মিথ।
