Image

সকাল-সকাল দেখা গেল সাকিবের দাপুটে ব্যাটিং

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সকাল-সকাল দেখা গেল সাকিবের দাপুটে ব্যাটিং

সকাল-সকাল দেখা গেল সাকিবের দাপুটে ব্যাটিং

সকাল-সকাল দেখা গেল সাকিবের দাপুটে ব্যাটিং

যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি লিগ মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) আজ দেখা গেল সাকিবের ব্যাটিং শো। সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের বিপক্ষে দাপুটে ব্যাটিংয়ে সাকিব পেয়েছেন বড় রানের দেখা, তবে ছোঁয়া হল না পঞ্চাশের ঘর। ৬ চারে ২৬ বলে সাকিবের ব্যাট থেকে আসে ৩৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। 

৩ ওভার শেষে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের অবস্থা যখন ২ উইকেট হারিয়ে ১৫ রান, তখন উইকেটে আগমন সাকিব আল হাসানের। নিজের খেলা তৃতীয় বলেই সাকিব পেয়ে যান বাউন্ডারি। তবে এদিন সাকিবকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি ওপেনার জেসন রয়। 

দাপুটে ব্যাটিংয়ে সাকিব এদিন ২৪ বলেই পৌঁছে যান ৩৫ রানে। এরপর অবশ্য আর কোনো রান যোগ করতে পারেননি নামের পাশে। ব্যক্তিগত ৩৫ রানে সাকিবের বিদায়ে ৮৯ রানে ৪র্থ উইকেট হারায় নাইট রাইডার্স। ২৬ বলে ৩৫ করা সাকিবের ইনিংস সাজানো ছিল ৬ বাউন্ডারিতে। 

ডালাসে আগে ব্যাট করতে নামা লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের সংগ্রহ ১৬ ওভারে ১২১ রান। 

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেও সাকিব আলো ছড়িয়েছেন দারুণভাবে। ব্যাট হাতে ৪ নম্বরে নেমে ১৩ বলে ১৮ রান করে ৩ ওভার বোলিং করে ৩২ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। সাকিবের দল জিতেছে ১২ রানে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three