Image

বিবর্ণ সাকিব আল হাসান, মেজর লিগ ক্রিকেটে দলের টানা ২য় হার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বিবর্ণ সাকিব আল হাসান, মেজর লিগ ক্রিকেটে দলের টানা ২য় হার

বিবর্ণ সাকিব আল হাসান, মেজর লিগ ক্রিকেটে দলের টানা ২য় হার

বিবর্ণ সাকিব আল হাসান, মেজর লিগ ক্রিকেটে দলের টানা ২য় হার

মেজর লিগ ক্রিকেট (এমএলসি) টুর্নামেন্টে টানা দ্বিতীয় ম্যাচে হেরেছে সাকিব আল হাসানের দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। ডালাসে আগে ব্যাটিং করে সিয়াটল ওরকাসের বিপক্ষে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স তোলে ১৬৮ রান। জবাবে ১ বল হাতে রেখে মাত্র ১ উইকেট হারিয়ে ৯ উইকেটের জয় পায় সিয়াটল ওরকাস।

নিজের দলের হারের দিনে বিবর্ণ ছিলেন সাকিব আল হাসান। হারমিত সিংয়ের লেগ স্টাম্পের বাইরে করা ফুলটস বলে শর্ট ফাইন লেগে ক্যাচ তুলে দেন সাকিব। বিদায় নেন ৭ বলে মাত্র ৭ রান করে। 

ব্যাটিংয়ের মত  বল হাতেও বলার মত অবদান রাখতে পারেননি সাকিব। ৪ ওভারের বোলিংয়ের কোটা পূরণ করেননি। ২ ওভার বল করে দিয়েছেন ২৩ রান। পাননি কোনো উইকেট। অথচ প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে ভালোই করেছিলেন সাকিব আল হাসান। প্রথম ম্যাচে ১৮ রান, ও ২য় ম্যাচে করেছিলেন ৩৫ রান।

প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনার সুনীল নারাইনের উইকেট হারায় লস অ্যাঞ্জেলস। ব্যাটিংয়ের এক প্রান্ত আগলে রাখেন জেসন রয়। অন্যপাশে উন্মুক্ত চান্দ, সাকিব আল হাসানরা টিকতে পারেননি বেশীক্ষণ। দলীয় ১১৮ রানে আউট হন জেসন রয়। ৪ টি ছক্কা ও ৫ টি চার মেরে তিনি করেন ৫২ বলে ৬৯ রান। 

শেষদিকে ডেভিড মিলারের ২২ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস  লড়াকু পুজি এনে দেয় লস অ্যাঞ্জেলসকে। আন্দ্রে রাসেল করেন ১০ বলে ১৪ রান। সিয়াটলের হয়ে ২ টি করে উইকেট পান হারমিত সিং ও জামান খান।

১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার রায়ান রিকেলটনের সেঞ্চুরিতে সহজেই জয়ের কাছাকাছি পৌছে যায় সিয়াটল ওরকাস। রায়ান রিকেলটন ও কুইন্টন ডি ককের ১৫২ রানের জুটিতে ১৬৯ রানের লক্ষ্য ছুয়ে ফেলে সিয়াটল। এই ২ ব্যাটার ই দলকে জয় এনে দেন ক্রিজে অপরাজিত থেকে। রিকেলটন করেন ৬৬ বলে ১০৩ রান এবং ডি কক করেন ৪৬ বলে ৫১ রান।

Details Bottom
Details ad One
Details Two
Details Three