Image

ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে ম্যাথু পটস; হ্যারি ব্রুক সহ-অধিনায়ক

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে ম্যাথু পটস; হ্যারি ব্রুক সহ-অধিনায়ক

ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে ম্যাথু পটস; হ্যারি ব্রুক সহ-অধিনায়ক

ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে ম্যাথু পটস; হ্যারি ব্রুক সহ-অধিনায়ক

২১ আগস্ট ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হতে চলেছে ইংল্যান্ডের পরবর্তী অ্যাসাইনমেন্ট, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ। প্রথম টেস্টের জন্য একদিন আগেই সেরা একাদশ প্রকাশ করেছে ইংল্যান্ড ক্রিকেট। ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে ফিরেছেন ম্যাথু পটস; হ্যারি ব্রুক সহ-অধিনায়ক। 

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড। বেন স্টোকসের অনুপস্থিতিতে দলের অধিনায়ক ওলি পোপ। হ্যারি ব্রুককে তিন ম্যাচের সিরিজে সহ-অধিনায়ক মনোনীত করা হয়েছে। 

বেন স্টোকস (হ্যামস্ট্রিং) এবং জ্যাক ক্রলি (আঙুল) ইনজুরির কারণে অনুপস্থিত থাকায়, পেসার ম্যাথু পটস ২০২৩ সালের জুনের পর প্রথমবারের মতো দলে ফিরেছেন। এখন পর্যন্ত ইংলিশ সাদা পোশাকে ৬ টেস্ট খেলা পটস উইকেট শিকার করেছেন মোট ২৩টি। অভিষেক টেস্টে ৭ উইকেট পাওয়া পটসই হলেন স্টোকসের বিকল্প। 

সারের ড্যান লরেন্স ক্রলির অনুপস্থিতিতে ওপেন করবেন। তবে স্কোয়াডে থেকেও সেরা একাদশে জায়গা পাননি ওলি স্টোন এবং আনক্যাপড ব্যাটার জর্ডান কক্স। 

ইংল্যান্ড একাদশ: বেন ডাকেট, ড্যান লরেন্স, ওলি পোপ (অধিনায়ক),জো রুট, হ্যারি ব্রুক (সহ-অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), ক্রিস ওকস, মার্ক উড, গাস অ্যাটকিনসন, শোয়েব বশির, ম্যাথু পটস। 

Details Bottom