'চেন্নাই থেকে যখন কল পাই ওই রাতে আমার ঘুম আসতেছিল না'
-
1
প্রীতি ম্যাচে ভালো আম্পায়ার থাকায় মাঠে বেশী উত্তাপ দেখাবেন না শান্ত
-
2
তাসকিনই ভাঙুক আমার গতির রেকর্ড, ঢাকায় এসে প্রত্যাশা শোয়েব আখতারের
-
3
অ্যাশেজে টানা পরাজয়ের পর ইংল্যান্ডের একমাত্র পরিবর্তন, একাদশে জশ টাং
-
4
জাওয়াদের ব্যাটে দাপট, নেপালকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
-
5
ভারতের কাছে সাত উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়ল দক্ষিণ আফ্রিকা
'চেন্নাই থেকে যখন কল পাই ওই রাতে আমার ঘুম আসতেছিল না'
'চেন্নাই থেকে যখন কল পাই ওই রাতে আমার ঘুম আসতেছিল না'
চেন্নাই সুপার কিংসের হয়ে মুস্তাফিজুর রহমানের সময়টা শেষ হয়ে আসছে। আর কিছুদিন বাদেই জাতীয় দলের হয়ে ফিরতে হবে তাকে। আইপিএলে নতুন দল, মুস্তাফিজের সময়টাও কেটেছে ভালো। সর্বশেষ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই, দলে আছেন প্রাণভোমরা মহেন্দ্র সিং ধোনি। সবমিলিয়ে মুস্তাফিজ নিজের অনুভূতি ব্যক্ত করলেন তার নিজ ফ্র্যাঞ্চাইজির প্রকাশ করা একটি ভিডিওতে।
ধোনির প্রসঙ্গ স্বাভাবিকভাবেই এসেছে এই ভিডিওতে। এছাড়াও মুস্তাফিজের ক্রিকেট জার্নির নানা কথা উঠে এসেছে। তার যে বিশেষ বোলিংয়ের ধরন; কাটার, বা স্লোয়ার। এই ব্যাপারেও কথা বলেছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।
কাটারের প্রসঙ্গে বলতে গিয়ে জানান, “নরমালি ন্যাচারাল বললেই চলে। আমাকে কেউ ওটা শেখায় নাই কাটারটা। এক সময় আমি জাতীয় দলের নেটে বল করছিলাম। একদিন বিজয় ভাই (এনামুল হক বিজয়) জিজ্ঞেস করতেছিল, তুই কি স্লোয়ার করতে পারিস না? আমি সে সময় খুব জোরে বল করতাম। তখন আমি নরমালি স্লোয়ার বল ট্রাই করতেছিলাম।”
“সে থেকেই দেখি বল ভালোই ঘুরছিল। খুব সম্ভবত ভাইকেও (আউট করেছি)...মনে পড়তেছে না। অনেকেই আউট হয়েছে। সেই থেকে আমার আসা, কাটার বলটা।”
চেন্নাইয়ের হয়ে খেলা মুস্তাফিজের একরকমের স্বপ্ন ছিল জানিয়েছেন। আইপিএলে তার অভিজ্ঞতা কম নয়। সেই ২০১৬ সাল থেকে নিয়মিতই খেলছেন। তবে এর আগে হলুদ জার্সি গায়ে চাপানো হয়নি তার, “এটা চেন্নাইয়ে আমার প্রথম মৌসুম। যখন আমি খেলা শুরু করেছি, বিশেষ করে আইপিএলে ২০১৬ সালে, তার পর থেকেই চেন্নাই দলে খেলা আমার স্বপ্ন ছিল। আমি যখন কল পাই ওই রাতে আমার ঘুম আসতেছিল না।”
সবার সাথে বেশ ভালো বন্ধুত্বপূর্ণ সময় কাটছে মুস্তাফিজের। পরিবেশটা এমন যে, দেশের বাইরে আছেন বা আলাদা কোনো ক্রিকেটারদের সাথে সময় পার করছেন, এমন কোনো অনুভূতি হভচ্ছে না। কথা উঠেছে ধোনির প্রসঙ্গেও। যিনি মাঠে তাকে নানারকম পরিকল্পনা সাজিয়ে দেন।
“এখানে সবাই বন্ধুসুলভ। আমি প্রথম দিন থেকেই এখানে ভালো পরিবেশ পাচ্ছি, কোনো অস্বস্তি কাজ করেনি। মাহি ভাই কিছু ফিল্ড সেটাপ দেখিয়েছে, ব্রাভো ডেথ ওভারে কীভাবে বোলিং করতে হয়...এসব ইনপুট খুব মূল্যবান।”
ধোনির সাথে মাঠের বাইরে খুব একটা কথা হয় না মুস্তাফিজের। তবে মাঠে যতক্ষন থাকেন, ধোনি তাকে সবকিছু বুঝিয়ে দেন, জানিয়ে দেন, “বোলিং নিয়েই বেশিরভাগ কথা। আমার তো এর বাইরে কম কথা হয়। মাঠে কথা হয় টুকটাক, কোনটা করলে কি হয়। মাহি ভাই এসেই আমাকে বলে। এটা এই করলে ভালো হয়।”
মুস্তাফিজ চিন্তা করেন কীভাবে আরো ভালো করা যায়। তাকে নিয়ে বিভিন্ন আলোচনা হয়, যেখানে বলা হয়, নিজের উন্নতি নিয়ে খুব বেশি ভাবতে চান না এই বাঁহাতি পেসার। কিন্তু এই ভিডিওতে আরেকবার জানিয়ে দিলেন, সবসময় উন্নতি খোঁজার দিকে নজর আছে তার।
