Image

আম্বাতি রায়ডুর বিশ্বকাপ দলে নেই হার্দিক-রাহুল-পান্ট

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 7 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আম্বাতি রায়ডুর বিশ্বকাপ দলে নেই হার্দিক-রাহুল-পান্ট

আম্বাতি রায়ডুর বিশ্বকাপ দলে নেই হার্দিক-রাহুল-পান্ট

আম্বাতি রায়ডুর বিশ্বকাপ দলে নেই হার্দিক-রাহুল-পান্ট

আইপিলের মাঝেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে ভারতীয় দল কেমন হবে তা নিয়ে কৌতুহলের পালে এবার হাওয়া দিলেন আম্বাতি রায়ডু। দীনেশ কার্তিককে ফিরিয়ে রেখেছেন রিংকু সিং-শিভাব দুবের নামও। চমক হিসাবে আম্বাতি দিয়েছেন মায়াঙ্ক যাদবের নামও।

আইসিসির নিয়ম অনুযায়ী মে মাসের ১ তারিখের মধ্যে সব দলকে তাদের ১৫ সদস্যের স্কোয়াড জমা দিতে হবে। আর যদি কারও চোট-আঘাত জনিত সমস্যা থাকে বা দল পরিবর্তন করতে হয় তাহলে তা করতে হবে ২৫ মে'র মধ্যে। 

নিজেদের সেরা দল বেছে নিতে এপ্রিলের শেষ সপ্তাহেই বসতে চলেছে বিসিসিআইয়ের নির্বাচন কমিটি। এর আগেই স্টার স্পোর্টসে প্রাক্তন ক্রিকেটার আম্বাতি রায়ডু বেছে নিলেন বিশ্বকাপের জন্য তার চোখে সেরা ১৫ জন।

রবীন্দ্র জাদেজা ছাড়া আর কোনো অলরাউন্ডার নেই রায়ডুর স্কোয়াডে। রিয়ান পরাগ, রিংকু সিং, দীনেশ কার্তিক, শিভাম দুবে আইপিএল মাতিয়ে রায়ডুর দলে জায়গা পেলেও নেই বড় নাম হার্দিক পান্ডিয়া, রিশাব পান্ট।

পেস আক্রমণে অভিজ্ঞ জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, আর্শদ্বীপ সিংয়ের সাথে সুযোগ পেয়েছেন তরুণ পেসার মায়াঙ্ক যাদব।

আম্বাতি রায়ডুর চোখে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড- 

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জাইসাওয়াল, ভিরাট কোহলি, সুরিয়াকুমার যাদব, রিয়ান পরাগ, রিংকু সিং, দীনেশ কার্তিক, শিভাম দুবে, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, কুলদ্বীপ যাদব, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, আর্শদ্বীপ সিং, মায়াঙ্ক যাদব।

Details Bottom