Image

চট্টগ্রামে এক অন্যরকম সাকিব আল হাসান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 9 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
চট্টগ্রামে এক অন্যরকম সাকিব আল হাসান

চট্টগ্রামে এক অন্যরকম সাকিব আল হাসান

চট্টগ্রামে এক অন্যরকম সাকিব আল হাসান

এক বছর পর টেস্ট খেলার অপেক্ষায় সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে দ্বিতীয় ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন। গত বছর আগস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ তিনি টেস্ট খেলেছিলেন। টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনের ম্যাচে দলকে জেতাতে চান সাকিব। টেস্ট দলে ফিরতে পেরে আনন্দিত সাকিব, একই সঙ্গে গর্বিত। ম্যাচের আগের দিন আজ অনুশীলনে দেখা মিলল এক অন্যরকম সাকিবের। একবারের জন্যও সাকিব ব্যাট কিংবা বল হাতে নেননি। তবে এর বাইরে সাকিব করেছেন অনেক কিছুই। 

মেঘ-বৃষ্টির আসা যাওয়ার মাঝে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলন শুরু হয় সকাল ১০:৪৫ মিনিটের পর, যা শুরু হওয়ার কথা ছিল ১০টায়। ড্রেসিরুম থেকে মাঠে এসে সাকিব অধিনায়ক শান্তকে নিয়ে ছুটলেন উইকেট দেখতে, সাকিব-শান্তর সঙ্গী হন হেড কোচের দায়িত্ব পাওয়া নিক পোথাস। পরে সাকিব এসে দলের বাকিদের সাথে ফুটবলে সময় কাটান। 

দলের হয়ে এদিন একেবারে শুরুতে নেটে ব্যাট নিয়ে ঢুকেন দুই ওপেনার জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়। শান্ত, লিটনরাও একে একে ব্যাটিং অনুশীলন করেন। তবে ব্যতিক্রম ছিলেন কেবল সাকিব। ট্রেনারকে নিয়ে নিজেকে প্রস্তুত করেছেন শ্যাডে রান নেওয়া কিংবা মিনিট দশেকের দৌড়ে। সাকিব হেটে বেড়িয়েছেন পুরো মাঠের বাউন্ডারি লাইন ধরে। তবে এদিন বাংলাদেশের ব্যাটাররা নিজেদের মতো করে অনুশীলন করলেও মাঠেই আসেননি স্কোয়াডের কোনো পেসার। টিম হোটেলে খালেদ, শরিফুলরা ছিলেন বিশ্রামে। 

লম্বা বিরতির পর টেস্ট ক্রিকেটে ফেরাটা রাঙাতে যা যা দরকার তার সবটুকুই করতে চান সাকিব। নিজেকে প্রস্তুত করেছেন দারুণভাবে। প্রায় ৫ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন সাকিব। এই টেস্টে খেলার কথা ছিল না বিশ্বসেরা এই অলরাউন্ডারের। তবে ছুটি ভেঙে ফিরেছেন টাইগার শিবিরে। 

ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলা প্রথম দুই ম্যাচে সাকিব আলো ছড়াতে ব্যর্থ হলেও তৃতীয় ম্যাচে ব্যাট হাতে ৫৩ রানের ইনিংস খেলেন। এরপর আঁটসাঁট বোলিংয়ে ২ উইকেট নেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। টেস্টে ফেরার প্রস্তুতিটা মূলত প্রিমিয়ার লিগের এই তিন ম্যাচ দিয়েই নিতে হয়েছে তাকে।

সাকিব সর্বশেষ টেস্ট খেলেছিলেন অধিনায়ক হিসেবে। নতুন অধিনায়ক নাজমুল হোসেনের নেতৃত্বে এবারই প্রথম খেলবেন তিনি। সাকিব যোগ দেয়াতে অধিনায়ক শান্তর কাজগুলো হয়তো আরও সহজ হবে। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১–০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ।

এই সংস্করণে বাংলাদেশের শক্তি-সামর্থ্যের বাস্তবতা মাথায় রেখেই সাকিব বলেছেন, শ্রীলঙ্কার বিপক্ষে জেতা উচিত তাদের। দেশের হয়ে খেলার গর্ব নিয়েই তিনি ফিরছেন, তাই এই টেস্টে সাকিবের নেই কোনো ব্যক্তিগত লক্ষ্য। 

গতকাল দুপুরে চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেন অনুশীলনে। ম্যাচের আগের দিন আজ সকাল-সকাল অনুশীলনে সাকিবরা। সামনে চ্যালেঞ্জ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ টেস্টে ঘুরে দাঁড়ানো।

Details Bottom
Details ad One
Details Two
Details Three