Image

নেই পাপন, বিসিবির ভবিষ্যৎ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
নেই পাপন, বিসিবির ভবিষ্যৎ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ

নেই পাপন, বিসিবির ভবিষ্যৎ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ

নেই পাপন, বিসিবির ভবিষ্যৎ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লিগের সরকার পতন হওয়ায় নাজমুল হাসান পাপনের জায়গায় অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রবিবার প্রথমবারের মতো সচিবালয়ে অফিস শুরু করেছেন আসিফ মাহমুদ। আর অফিস শুরু করার দিনেই নিয়েছেন ৩ টি গুরুত্বপূর্ণ সিন্ধান্ত। 

আগামী অক্টোবরে বাংলাদেশ অনুষ্ঠিত হওয়ার কথা আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। রাজনৈতিক অস্থিরতার কারণে হুমকির মুখে পড়েছে বিশ্বকাপ আয়োজন। আইসিসি ও ভাবা শুরু করেছে বিকল্প ভেন্যুর কথা। এমন অবস্থায় এখনো আশার আলো ধরে রেখেছে বিসিবি। নিরাপত্তা নিশ্চিতের জন্যে সেনাপ্রধানকে দিয়েছে চিঠি ও। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রসঙ্গে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন,

‘এরইমধ্যে আমরা বিসিবির সঙ্গে কথা বলেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা। এই বিষয়ে আমাদের কিছু কাজ করতে হবে। আমি আজকেই প্রধান উপদেষ্টার (প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনূস) সঙ্গে এই বিষয়ে কথা বলবো। তিনি যেহেতু একজন ক্রীড়াপ্রেমী মানুষ। তিনি অবশ্যই আমাদের সহায়তা করবেন। আমরা এই বিষয়ে সবার সঙ্গেই কথা বলব। কিছু দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা আছে, সেগুলো যাতে দ্রুত সমাধান করা যায়।’

বিসিবির চলমান কাজ এবং তা নিয়ন্ত্রণ প্রসঙ্গে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘আমাদের যে কাজগুলো চলমান আছে, সেগুলো যাতে দ্রুত শেষ করা যায় সেই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। আর বিসিবির বিষয়ে বলতে চাই, তারা যেহেতু একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তাদেরকে আমরা তো আর নিয়ন্ত্রণ করতে পারব না। আমরা তাদেরকে পরামর্শ দেওয়া ও নিতে পারব।'

নাজমুল হাসান পাপন যুব ও ক্রীড়া মন্ত্রী না থাকলেও এখন ও বহাল আছেন বিসিবি সভাপতির পদে। তবে দেশে তার অনুপস্থিতিতে কি করা যায় সে প্রসঙ্গে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন,
 
'বিসিবির সভাপতি অনুপস্থিত আছেন। অবশ্যই একটা সংস্থাকে কাজ করতে হলে সবার উপস্থিতি প্রয়োজন। সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে যেহেতু তিনি অনুপস্থিত আছেন, তাই আমরা বিসিবির যারা পরিচালক আছেন, তাদের সঙ্গে কথা বলেছি। তারা আইসিসির আইন মেনে যেটা করার, সেটাই করবেন। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ দেওয়া যায় কিনা সেই বিষয়টিও দেখতে বলেছি।’

Details Bottom
Details ad One
Details Two
Details Three