বিশ্বকাপের প্রস্তুতি বাড়াতে ৩ দলের টি-টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কা
বিশ্বকাপের প্রস্তুতি বাড়াতে ৩ দলের টি-টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কা
বিশ্বকাপের প্রস্তুতি বাড়াতে ৩ দলের টি-টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কা
বিশ্বকাপ মিশনে যাওয়ার আগে শ্রীলঙ্কা দলের ক্রিকেটাররা লড়াইয়ে নামছে নিজেদের মধ্যে প্রতিযোগিতায়। ওয়ানিন্দু হাসরাঙ্গা (টিম ব্লু), চারিথ আসালাঙ্কা (টিম রেড) এবং জানিথ লিয়ানাগে (টিম গ্রিন) পৃথক তিন দলের নেতৃত্ব দেবেন।
শ্রীলঙ্কা ক্রিকেট টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে ৩ দলের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করছে। টিম ব্লু, টিম রেড এবং টিম গ্রিন নামে তিনটি দল ২ থেকে ১১ মে আর. প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রতিযোগিতায় অংশ নেবে।
টিম ব্লু-
ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, নুওয়ানিদু ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথুস, লাহিরু মাদুশঙ্কা, জেফরি ভ্যান্ডারসে, ডুনিথ ওয়েললাগে, অসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, লাহিরু কুমারা, দিনুরা কালুপাহানা।
টিম রেড-
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), নিরোশান ডিকওয়েলা, আভিষ্কা ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, আহান বিক্রমাসিংহে, দাসুন শানাকা, লাহিরু সামারাকুন, বিনুরা ফার্নান্দো, বিজয়কান্ত ভিয়াস্কান্ত, আকিলা ধনঞ্জয়া, চামাথ গোমেজ, প্রমোদ মদুশান, নিমেশ বিমুক্তি, লাসিথ ক্রসপুলে।
টিম গ্রিন-
জেনিথ লিয়ানাগে (অধিনায়ক), কুসল পেরেরা, দিনেশ চান্দিমাল, ভানুকা রাজাপাকসে, আশেন বান্দারা, রমেশ মেন্ডিস, সাহান আরাচিগে, চামিকা করুনারত্নে, থারিন্দু রত্নায়েকে, লাকসান সান্দাকান, ইসিথা উইজেসুন্দারা, গারুকা সংকেত, শেভন ড্যানিয়েল, কাসুন রাজিথা।