Image

শ্রেয়াস আইয়ারকে বাসিত আলি- 'তুমি ভিরাট কোহলি নও'

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
শ্রেয়াস আইয়ারকে বাসিত আলি- 'তুমি ভিরাট কোহলি নও'

শ্রেয়াস আইয়ারকে বাসিত আলি- 'তুমি ভিরাট কোহলি নও'

শ্রেয়াস আইয়ারকে বাসিত আলি- 'তুমি ভিরাট কোহলি নও'

দিলীপ ট্রফির প্রথম ইনিংসে সাত বল খেলে শূন্য রানে আউট হওয়ায় ভারতীয় ব্যাটার শ্রেয়াস আইয়ারের সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলি। বাসিত আলির মতে শ্রেয়াসের ১০০-২০০ রান করা উচিৎ ছিলো।

সম্প্রতি বাসিত আলি তার ইউটিউব চ্যানেলে বলেছেন একজন ক্রিকেটার হিসেবে শ্রেয়াসকে দেখে তার মন খারাপ হয়। 

তাছাড়া তিনি আরো বলেন, "লাল বলের খেলায় শ্রেয়াসের একাগ্রতা নেই। তিনি বিশ্বকাপে দুটি সেঞ্চুরি করেছেন। তিনি একজন আইপিএল জয়ী অধিনায়ক। সুতরাং এখানেও তার ১০০-২০০ রান করা উচিত ছিল। শ্রেয়াস এতটাই ভাগ্যবান যে রাহানে এবং পূজারা দলীপ ট্রফিতে খেলছেন না,” 

পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার টেস্ট ক্রিকেটে শ্রেয়াস আইয়ারের একাগ্রতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি মনে করেন দীর্ঘ ফরম্যাটের ম্যাচ খেলার জন্য শ্রেয়াসের প্রয়োজনীয় ইচ্ছা এবং সংকল্পের অভাব রয়েছে। 

"শ্রেয়াসের আর লাল বলের ক্রিকেটের ইচ্ছা নেই। তিনি কেবল বাউন্ডারির ​মারতে চান। তার উচিত টেস্ট ক্রিকেটকে অগ্রাধিকার দেওয়া । বিশ্বকাপে দুটি সেঞ্চুরি করার পরে তিনি যদি মনে করেন যে তিনি ভিরাট কোহলির মতো, তাহলে না, তিনি এটি না।"

বাসিত আলি আরো বলেন, "আমি ভারতীয়দের কাছে দুঃখিত যারা তাকে পছন্দ করে। কিন্তু আমি যদি ভারতের নির্বাচক হতাম তাহলে দিলীপ ট্রফিতে তাকে দলে নিতাম না  তিনি খেলাকে সম্মান করছেন না।” 

শেষ ১৩ টি টেস্ট ইনিংসে ৫০ রান করতে ব্যর্থ হয়েছেন শ্রেয়াস আইয়ার। এমন ক্রমাগত খারাপ পারফরম্যান্সের কারণে বছরের শুরুতে অনুষ্ঠিত ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচের সমাপ্তির পর তাকে দল থেকে বাদ দেওয়া হয়।

Details Bottom
Details ad One
Details Two
Details Three